ETV Bharat / city

মুকুলের বিধায়ক পদ খারিজে অধ্যক্ষের সামনে আটঘাট বেঁধেই নামছেন শুভেন্দু

author img

By

Published : Jul 15, 2021, 2:15 PM IST

বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায় ৷ তাই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি তুলেছে বিজেপি ৷ এই নিয়ে আগামিকাল শুনানি করবেন বিধানসভার অধ্যক্ষ ৷

suvendu adhikari ready to give detail information on mukul roy defection as mla
মুকুলের বিধায়ক পদ খারিজে অধ্যক্ষের সামনে আটঘাট বেঁধেই নামছেন শুভেন্দু

কলকাতা, 15 জুলাই : ভারতীয় জনতা পার্টি (BJP) ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন মুকুল রায় (Mukul Roy) ৷ আর এই নিয়ে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে বিজেপির কাছে ৷ সম্প্রতি সংবাদমাধ্যমকে এই কথাই জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার সেই তথ্যপ্রমাণ বিধানসভার অধ্যক্ষের কাছে পেশ করতে চলেছে বিজেপি ৷ গেরুয়া শিবির সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷

ওই সূত্র জানাচ্ছে যে এই নিয়ে রীতিমতো একটি ভিডিয়ো সিডি প্রস্তুত করছে বিজেপি ৷ সেখানে মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে যোগদানের সমস্ত তথ্যপ্রমাণ তুলে ধরা হবে ৷ পাশাপাশি বিজেপি থেকে কয়েকজনকে তৃণমূলে যোগদান করানোর ফুটেজও থাকছে ওই ভিডিয়োতে ৷ একই সঙ্গে মুকুল রায়ের তৃণমূলে যোগদান নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের নমুনাও সঙ্গে রাখছে বিজেপি ৷ ওই ভিডিয়ো সিডি তৈরি হচ্ছে একাধিক বর্ষীয়ান আইনজীবীর পরামর্শ মতো ৷

আরও পড়ুন : সূর্যাস্তের ছবি তোলা নিয়েও বিতর্ক, বিরক্ত দিলীপ

প্রসঙ্গত, সব বিবাদের মূলে রয়েছে মুকুল রায়ের বিধায়ক পদ ৷ এই প্রথম তিনি বিধায়ক হয়েছেন ৷ এমনকী, জনতার ভোটে এই প্রথম তিনি জিতেছেন ৷ কিন্তু সেই জয় এসেছে পদ্ম-প্রতীককে সামনে রেখে ৷ অথচ মুকুল রায় বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়েই তৃণমূলে যোগদান করেছেন ৷

দলত্যাগ বিরোধী আইনে (Anti Defection Law) তাঁর বিধায়ক পদ খারিজ হওয়া উচিত ৷ তাই মুকুল রায়ের বিধায়ক খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ আগামিকাল, শুক্রবার দুপুর দু’টোয় এই নিয়ে শুনানি রয়েছে ৷ আর সেখানেই মুকুল রায়ের দলত্যাগ নিয়ে সমস্ত তথ্য প্রমাণ বিজেপি জমা দেবে বলে সূত্রের খবর ৷

আরও পড়ুন : রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল দু‘ঘণ্টার বৈঠক, বিধান পরিষদ নিয়ে আলোচনার সম্ভাবনা

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কোনও বিধায়কের পদ খারিজ হওয়া উচিত কি না, তা নির্ধারণ করার এক্তিয়ার থাকে একমাত্র বিধানসভার অধ্যক্ষের ৷ গত ষোড়শ বিধানসভায় এক বিধায়কের পদ খারিজ নিয়ে 23 বার শুনানি হয়েছিল ৷ কিন্তু তার নিষ্পত্তি হয়নি ৷ তাই বিধানসভার বিরোধী দলনেতা (Leader Of Opposition) এই নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে বারবার শুনানিতে তিনি যাবেন না ৷ প্রয়োজনে বিচারব্যবস্থার দ্বারস্থ হবেন ৷

রাজনৈতিক মহলের মতে, মুকুল রায় দল ভাঙানোয় সিদ্ধহস্ত ৷ এর আগে তৃণমূলে থাকার সময় তিনি কংগ্রেস (Congress) ভেঙেছেন ৷ বিজেপিতে থাকার সময় তৃণমূল ভেঙেছেন ৷ তাই এবার তৃণমূলের হয়ে তিনি বিজেপি বিধায়কদের ভাঙানোর চেষ্টা করতে পারেন ৷ সেটা আঁচ করেই আগে থেকে এই ইস্যুতে কড়া ভূমিকা নিতে চাইছে বিজেপি ৷ যাতে অন্য কোনও বিধায়ক দল ছেড়ে যাওয়ার কথা না ভাবে ৷

আরও পড়ুন : দ্রুত উপনির্বাচনের দাবিতে আজ কমিশনে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.