ETV Bharat / city

Suvendu Adhikari left BJP whatsapp group: হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু-দিন্দা, শোরগোল রাজ্য বিজেপিতে

author img

By

Published : Apr 25, 2022, 11:30 AM IST

Updated : Apr 25, 2022, 2:02 PM IST

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা পদাধিকারীদের (BJP Tamluk district) হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন শুভেন্দু অধিকারী ও জেলা বিজেপির-সহ সভাপতি সাহেব দাস (Suvendu Adhikari left BJP whatsapp group)৷

Suvendu Adhikari left whatsapp group of BJP Tamluk district
হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু-দিন্দা, শোরগোল রাজ্য বিজেপিতে

কলকাতা, 25 এপ্রিল: তুমুল শোরগোল রাজ্য বিজেপিতে ৷ বিজেপির তমলুক সাংগঠনিক জেলা পদাধিকারীদের (BJP Tamluk district) হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ও জেলা বিজেপির-সহ সভাপতি সাহেব দাস (Suvendu Adhikari left BJP whatsapp group)৷ সকালেই সাংগঠনিক গ্রুপ ছেড়েছিলেন অশোক দিন্দা ।

কেন তাঁরা গ্রুপ ছেড়েছেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ তবে বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কে ছেড়েছেন, কেন ছেড়েছেন তাঁকেই জিজ্ঞেস করুন । আমি জানি না ।"

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার তমলুক সাংগঠনিক জেলা বিজেপি 42 জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করে । যেখানে পুরনো মণ্ডল সভাপতিরা বাদ পড়েন । তাতে আরও চরমে ওঠে আদি-নব্যের দ্বন্দ্ব । তালিকায় জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের নাম রয়েছে । এই ঘটনার পরই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা ও নন্দীগ্রামের বিজেপি নেতা সাহেব দাস তমলুক সাংগঠনিক জেলা পদাধিকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হয়ে যান ৷

আরও পড়ুন: Suvendu's letter to Modi: বাংলার আমলাদের বিরুদ্ধে নালিশ করে মোদিকে চিঠি শুভেন্দুর

এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "শুভেন্দু অধিকারী যেহেতু রাজ্যের নেতা, তাই তিনি আর জেলা কমিটিতে থাকতে চান না । যদিও কী কারণে তিনি জেলার গ্রুপ ছেড়েছেন, সেটা এখনও দলকে জানাননি ৷"

Last Updated : Apr 25, 2022, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.