ETV Bharat / city

Bhabanipur By-Election: ভুয়ো ভোটার ইস্যুতে মমতাকে বিঁধলেন শুভেন্দু

author img

By

Published : Sep 30, 2021, 6:59 PM IST

suvendu-adhikari-criticise-mamata-bannerjee-over-fake-voter-issue
‘‘বি ফর ভবানীপুর, বি ফর বাঁশদ্রোণী’’, ভুয়ো ভোটার ইস্যুতে মমতাকে বিঁধলেন শুভেন্দু

ভবানীপুর উপনির্বাচনে ভুয়ো ভোটার কাণ্ড নিয়ে তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী ৷ টুইটারে এনিয়ে তৃণমূল প্রার্থীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা ৷ মমতার বিরুদ্ধে ভোটে জালিয়াতি করার অভিযোগ করেন তিনি ৷

কলকাতা, 30 সেপ্টেম্বর : বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথে ভুয়ো ভোটার আনার একের পর এক অভিযোগ তুলেছে বিজেপি ৷ এবার সেই নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একটি টুইটে তিনি অভিযোগ করেন, বাঁশদ্রোণীর ভোটারকে ভবানীপুরে এনে ভোট জালিয়াতি করছে তৃণমূল কংগ্রেস ৷

প্রসঙ্গত, আজ বেলা 12টা নাগাদ ভবানীপুরের খালসা হাইস্কুলে এক যুবককে পাকড়াও করেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ অভিযোগ তোলেন, ওই যুবক ভুয়ো ভোটার ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ওই বুথের বাইরে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনা নিয়েই এ দিন শুভেন্দু অধিকারী একটি টুইট করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘বি ফর ভবানীপুর, বি ফর বাঁশদ্রোণী ৷ ভোটে জালিয়াতি করে দল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ ভবানীপুরের ভোটে বাঁশদ্রোণীর ভোটার ৷ পরাজয়ের ভয়ে প্রতারণায় বিশ্বাস ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা

সকাল থেকে ভবানীপুরের ভোট নিয়ে একাধিক অভিযোগ তুলেছে বিজেপি ৷ কখন ভুয়ো ভোটার, কখন ইভিএম কারচুপি, আবার কখন বুথ জ্যামিং ৷ এ নিয়ে বারবার নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ৷ যদিও তাঁর সব অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ কমিশন জানিয়ে দিয়েছে, মক পোলিংয়ের জন্যই কিছু বুথে ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়েছে এবং ইভিএমে কোনও সমস্যা হয়নি ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.