Suvendu Attacks Mamata: দীপক ঘোষের বই দেখালে সামলাতে পারবেন তো ? মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

author img

By

Published : Sep 14, 2022, 11:09 PM IST

Etv Bharat
মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর ()

কলকাতা পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীর বাক্যালাপ, মহিলা পুলিশকর্মীকে বিরোধী দলনেতার 'ডোন্ট টাচ মাই বডি' হুঁশিয়ারি এখন বঙ্গ রাজনীতিতে টপ ট্রেন্ডিং ৷ এরইমধ্যে বুধবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু ৷ সেখানে মঙ্গলবারের ঘটবনার বিবরণ তো দিলেনই, পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধানকে হুঁশিয়ারিও ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: নবান্ন অভিযানকে (Nabanna Abhijan) কেন্দ্র করে কলকাতা পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাক্যালাপ, মহিলা পুলিশকর্মীকে বিরোধী দলনেতার 'ডোন্ট টাচ মাই বডি' হুঁশিয়ারি এখন বঙ্গ রাজনীতিতে টপ ট্রেন্ডিং ৷ এরইমধ্যে বুধবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু ৷ সেখানে মঙ্গলবারের ঘটবনার বিবরণ তো দিলেনই, পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধানকে হুঁশিয়ারিও ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, প্রধানমন্ত্রীর কুকীর্তি তাঁর কাছে সিডি-তে ধরা রয়েছে ৷ সময় এলে ফাঁস করে দেবেন ৷ পালটা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, "যদি আমি এবার দীপক ঘোষের বইগুলি দেখাতে শুরু করি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে পারবে তো ? আমি যদি এই বইগুলোর পাতাগুলো দেখাতে থাকি তাহলে পারবেন তো সামলাতে? আপনার কাকা আর কাকিমা আমার সঙ্গে দেখা করতে আসতেন। তাঁরা ডক্টর দাসকে নিয়ে যা বলে গেছে আমি যদি বলি তাহলে ঘর থেকে বেরোতে পারবেন তো? তাই কাচের ঘরে বসে অন্যের বা অন্যের ঘরে ঢিল ছুটতে যাবেন না।"

উল্লেখ্য বহিষ্কৃত তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইএএস দীপক ঘোষের (Dipak Ghosh IAS) 'মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি' শীর্ষক বই নিয়ে কম চর্চা হয়নি ৷ সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে মমতার ছায়াসঙ্গী দীপক ঘোষের বইতে মমতা-সম্পর্কিত নানা বিস্ফোরক তথ্য রয়েছে ৷ পরবর্তীতে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে বহিষ্কার হন প্রাক্তন এই আইএএস ৷

মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

আরও পড়ুন: বিধানসভায় ভাইরাল শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি', রিনা ব্রাউনের ছায়া দেখছেন মহিলা বিধায়করা

পাশাপাশি গতকালের ঘটনায় শুভেন্দুকে অভিষেকের কটাক্ষের পালটাও এদিন দিয়েছেন বিরোধী দলনেতা ৷ ডায়মন্ড হারবারের বিধায়কের উদ্দেশে শুভেন্দু এদিন বলেন, "আমরা মহিলাকে মায়ের চোখে দেখি। আপনার মত স্ত্রীকে-শালিকাকে ব্যবহার করে অবৈধ সম্পদ সংগ্রহ করার চেষ্টা করি না। গতকাল আমাদের বাধা দিতে প্রথমে আইপিএস আকাশ মেঘারিয়া এলেন। তারপরে তিনি জ্ঞানবন্ত সিং'কে ডাকলেন। যদিও উনি কলকাতা পুলিশের কেউ নন। এরপর জ্ঞানবন্ত সিং'য়ের নির্দেশে আটজন মহিলা পুলিশ আধিকারিক এলেন। তাঁরা কেউ পুলিশের পোশাকে ছিলেন না। এটা একটা পরিকল্পিত চক্রান্ত।"

শুভেন্দু আরও বলেন, "এতে নেতৃত্ব দিচ্ছিলেন মারিয়া বলে একজন পুলিশ এসআই। তিনি আমার হাতে অনেকবার ধাক্কা মারে। তখন আমি উনাকে যা বলেছি সেটা আপনারা দেখেছেন। কিন্তু আমি তখন কোনওরকম প্রতিক্রিয়া করিনি। এই প্রতিক্রিয়া না-করাটাই ভাইপোর ভালোলাগেনি। এর আগেও মহিলাদের সঙ্গে ছবি জুড়ে আমার সম্বন্ধে উনি আর ওনার পিসি অনেক কিছু বলেছেন। নারদার কাগজ ছাড়া আমার বিরুদ্ধে দেখাবার কিছুই নেই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.