ETV Bharat / city

লকডাউনে বামকর্মীদের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ডাক সূর্যকান্তের

author img

By

Published : May 16, 2021, 3:21 PM IST

আজ থেকে রাজ্যে প্রায় লকডাউন ঘোষণা করেছে নবান্ন ৷ সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ সেই সঙ্গে এই 15 দিনের লকডাউনে সাধারণ মানুষের চিকিৎসা ও খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি ৷

Suryakant Mishra called on the Left supporter to stand by the endangered people in the lockdown
কার্যত লকডাউনে বামপন্থীদের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ডাক সূর্যকান্তের

কলকাতা, 16 মে : করোনা পরিস্থিতিতে ক্রমেই সংকটজনক হয়ে উঠছে রাজ্যের চেহারা । মৃত্যু মিছিল অব্যাহত । এই অবস্থায় সিপিআইএম-এর কর্মী-সমর্থকদের বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তিনি ।

বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন, ‘‘করোনা ভাইরাস অ‍‌তিমারি দ্বিতীয় পর্যায়ে ভয়ঙ্করতম আকার ধারণ করেছে । গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে তো বটেই, প্রত্যেকটি পরিবার অবর্ণনীয় আতঙ্কে দিন কাটাচ্ছেন । অসংখ্য পরিবার স্বজনদের হারাচ্ছেন । এই অসহায় অবস্থা অনিবার্য ছিল না । মোদি সরকারের চরম ব্যর্থতা এবং রাজ্যের তৃণমূল সরকারের অপদার্থতা এই রোগের মোকাবিলাকে কঠিন করে তুলেছে ৷’’

রাজ্য সরকার আজ থেকে পনেরো দিনের জন্য প্রায় লকডাউন ঘোষণা করেছে ৷ এদিন তারও সমালোচনা শোনা গেল সিপিএম রাজ্য সম্পাদকের গলায় । সূর্যকান্ত মিশ্রের মতে, ‘‘রাজ্যে 15 দিনের জন্য পুনরায় লকডাউন করা হয়েছে । লকডাউনের সময় মানুষকে রক্ষা করার জন্য আনুষঙ্গিক অবশ্য করণীয় দায়িত্বগুলি সরকারকে পালন করতে হবে । রোগ পরীক্ষা, চিকিৎসার সহায়তা, চিকিৎসার সম্পূর্ণ অপর্যাপ্ততা অতিক্রম করার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে । বিনামূল্যে গণটিকাকরণের জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করতে হবে । বিশেষত টিকার দ্বিতীয় ডোজের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা এখনই গ্রহণ করতে হবে’’ ৷

আরও পড়ুন : কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য ও কেন্দ্র : সূর্যকান্ত

এদিন তিনি লিখেছেন, সরকারের লকডাউন ঘোষণার ফলে আবার 2020 সালে লকডাউনের নিষ্ঠুর ও মর্মান্তিক অভিজ্ঞতা সকলের সামনে চলে এল । আগামী 15 দিনের জন্য আবার লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে জনগণকে আর্থিক ও চিকিৎসাগত সহায়তা দানের ঘোষণাও প্রয়োজন ছিল । কর্মহীনতা, জীবিকা ও কর্মস্থান থেকে ছাঁটাই এখন মারাত্মক অবস্থায়; আরও শোচনীয় অবস্থার দিকে তা যাচ্ছে বলে জানান সূর্যকান্ত মিশ্র । পাশাপাশি তিনি দাবি জানিয়েছেন, এ সময়ে কর্মচ্যুত ও কর্মহীনদের মাসে সাড়ে সাত হাজার টাকা এবং দৈনিক পাঁচ কেজি করে চাল ও গম দেওয়া অত্যন্ত জরুরি । রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কাছেও এ জন্য প্রয়োজনীয় সহায়তার দাবি জানাতে হবে বলে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.