ETV Bharat / city

Sujan Chakraborty Reaction : রাজ্য বিধিনিষেধ জারি নিয়ে একাধিক প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজনের

author img

By

Published : Jan 2, 2022, 10:54 PM IST

Updated : Jan 2, 2022, 11:03 PM IST

রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি নিয়ে একাধিক প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty criticises Mamata Banerjee)

Sujan Chakraborty Reaction
রাজ্য বিধিনিষেধ জারি নিয়ে একাধিক প্রশ্ন তুললেন সুজন

কলকাতা, 2 জানুয়ারি : রাজ্যে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে লাগু হচ্ছে একাধিক বিধিনিষেধ ৷ রবিবারই এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৷ রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিলেও, ইতিমধ্যেই এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সংক্রমণ ছড়িয়ে যাওয়ার পর কেন এত দেরিতে এই সিদ্ধান্ত ঘোষণা হল তা নিয়েও নানা মত শোনা যাচ্ছে ৷ একই সঙ্গে এদিন জারি হওয়া কিছু নির্দেশিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷

এই ইস্যুতেই এবার রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন সিপিএস নেতা সুজন চক্রবর্তী ( CPM Leader Sujan Chakraborty criticises Mamata Banerjee) ৷ রবিবার তিনি বলেন, "কোভিড পরিস্থিতি সংকটজনক হলে বিধিনিষেধ জারি করতেই হবে । কিন্তু আগেও বলেছি এই সরকার কখন কী ব্যবস্থা নিচ্ছে তার কোনও মাথা মুন্ডু নেই ।" একই সঙ্গে তাঁর প্রশ্ন, "বিশেষজ্ঞ কমিটি কি বসেছে? কমিটির সদস্যরা কি এই নিয়ে কোনও মত দিয়েছেন? গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি, যা সরকার ঘোষণা করেছিল, তারা কী জানিয়েছ? যাবতীয় বিশেষজ্ঞ কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মুখ্যসচিব ? এটা হতে পারে না । একটা নির্দেশ জারি করে কাল থেকে কী করা যাবে না তা বলে দেওয়া হল । কিন্তু বিশেষজ্ঞ কমিটির মতটাও জানা উচিত । না হলে কাল বাদে পরশু উল্টো কথা বলবেন না তার কি গ্যারান্টি রয়েছে !"

রাজ্য বিধিনিষেধ জারি নিয়ে একাধিক প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজনের

আরও পড়ুন : আজ ছিল 66 হাজার মানুষের ভিড় ! কাল থেকে বন্ধ চিড়িয়াখানা, ভিক্টোরিয়া

একইসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আরও যোগ করেন, "এই সিদ্ধান্তগুলির ফলে গরিব মানুষের সমস্যা হবে তাতে সন্দেহ নেই । আমাদের দুটো প্রশ্ন, মুখ্যমন্ত্রী তাহলে অ্যালেন পার্কে নাচাগানা করলেন কেন? তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে উৎসব হৈ-হুল্লোড় হল কেন? গঙ্গাসাগরে গিয়ে সাংবাদিকদের ধমক দিলেন কেন? মুখ্যমন্ত্রী যা করলেন তার উল্টো এখন বলছেন কেন? নির্দেশ দিচ্ছেন কেন? এর মানে ফাজলামো হচ্ছে । নির্দেশিকায় বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুয়ারে সরকার বন্ধ করা হচ্ছে । কিন্তু দুয়ারে সরকার চালু করার নির্দেশ তো মুখ্যমন্ত্রীই দিয়েছিলেন । দুয়ারে সরকারের নামে দুয়ারে সংকট, দুয়ারে সন্ত্রাস, দুয়ারে সর্বনাশের ব্যবস্থা করছিলেন । আজকে ফের তুলে নিলেন । বিশেষজ্ঞ কমিটির কোনও দাম নেই, সব উনি । তাই জনগণকে বলব সতর্ক থাকতে ।"

Last Updated : Jan 2, 2022, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.