ETV Bharat / city

Subrata Bakshi Viral Audio Clip : কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রামে হার মমতার, ভাইরাল অডিয়োয় নাম জড়াল সুব্রত বক্সির

author img

By

Published : Dec 12, 2021, 1:55 PM IST

Updated : Dec 12, 2021, 8:36 PM IST

ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে জল্পনা ৷ তাতে এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, ‘‘দলীয় কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রাম (Nandigram Assembly Seat) থেকে বিধায়ক হতে পারেননি রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Subrata Bakshi on Mamata Banerjee defeat in Nandigram) ৷’’ ওই অডিয়ো ক্লিপের কণ্ঠস্বর সুব্রত বক্সির (Subrata Bakshi Viral Audio Clip) বলে দাবি রাজনৈতিক মহলের ৷

subrata bakshi comments on mamata banerjee defeat in nandigram, viral audio clip
Subrata Bakshi Viral Audio Clip : দলীয় কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রামে হেরেছেন মমতা, ভাইরাল অডিয়োয় মন্তব্য ‘সুব্রত’র

কলকাতা, 12 ডিসেম্বর : ‘‘দলীয় কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রাম (Nandigram Assembly Seat) থেকে বিধায়ক হতে পারেননি রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷’’ তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা সুব্রত বক্সি নিজেই নাকি এমন মন্তব্য করেছেন (Subrata Bakshi on Mamata Banerjee defeat in Nandigram) ! একটি ভাইরাল অডিয়ো ক্লিপ (Subrata Bakshi Viral Audio Clip) ঘিরে সামনে এসেছে এই দাবি ৷ ওই অডিয়ো রেকর্ডিংয়ে একটি পুরুষ কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, ‘দলীয় কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রাম থেকে বিধায়ক হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷’’ পরবর্তীতে দাবি করা হয়, ওই পুরুষ কণ্ঠটি নাকি আদতে সুব্রত বক্সির ৷ যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷

আরও পড়ুন : Nandigram Re-counting case: নন্দীগ্রাম কেন্দ্রের ফলাফল পুনর্গণনা মামলার শুনানি ফের পিছোল

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন মমতা ৷ তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ খুব সামান্য ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পরাজিত করেন তিনি ৷ ভোটের ফলপ্রকাশের পরই মমতা দাবি করেন, ষড়যন্ত্র করে তাঁকে নন্দীগ্রামে হারানো হয়েছে ৷ বিষয়টি নিয়ে আদালতে মামলাও রুজু করা হয়েছে ৷ সেই মামলা এখনও অমীমাংসিত ৷ ইতিমধ্যে ভবানীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় ৷ রেকর্ড ভোটে জয়ী হয়ে বিধায়ক হন মমতা ৷

ভাইরাল অডিয়োয় নাম জড়াল সুব্রত বক্সির

তবে এরপরও নন্দীগ্রামে তাঁর পরাজয় নিয়ে তৃণমূলের অন্দরে সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব কাটেনি বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ ভাইরাল অডিয়ো ক্লিপের কণ্ঠস্বর যদি সত্যিই সুব্রত বক্সির হয়, তাহলে এই তত্ত্বই আরও পোক্ত হবে ৷

আরও পড়ুন : Nandigram Case : 29 নভেম্বরের মধ্যে জানাতে হবে বক্তব্য, নন্দীগ্রাম মামলায় শুভেন্দুকে নির্দেশ হাইকোর্টের

Last Updated : Dec 12, 2021, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.