Librarian Recruitment : রাজ্যের দেড় হাজার গ্রন্থাগারিক নিয়োগ, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

author img

By

Published : Nov 18, 2021, 3:39 PM IST

State Government will Appoint Librarians in 1500 Libraries in West Bengal
রাজ্যের দেড় হাজার গ্রন্থাগারে গ্রন্থাগারিক নিয়োগ করবে সরকার ()

রাজ্য সরকারের দেড় হাজার গ্রন্থাগারে গ্রন্থাগারিক নিয়োগ করার কথা ঘোষণা করলেন দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ৷ প্রথম পর্যায়ে 737 জনকে নিয়োগ করা হবে ৷ পরবর্তী পর্যায়ে বাকি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী ৷

কলকাতা, 18 নভেম্বর : রাজ্যের দেড় হাজার গ্রামীণ গ্রন্থাগারের জন্য গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) নিয়োগ করতে চলেছে গ্রন্থাগার দফতর ৷ আজ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একথা জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সরকারি গ্রামীণ গ্রন্থাগারগুলিতে শূন্য পদের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ সেই কারণে গ্রন্থাগারিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দেড় হাজার গ্রন্থাগারের মধ্যে প্রথম ধাপে মোট 737 জনকে নিয়োগ করা হবে ৷ বাকি গ্রন্থাগারগুলির জন্য ধাপে ধাপে গ্রন্থাগারিক নিয়োগ করা হবে ৷’’

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আরও জানিয়েছেন, চলতি মাসের 20 তারিখ থেকে প্রতিটি জেলায় গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের তরফ থেকে বইমেলার আয়োজন করা হবে ৷ রাজ্য সরকারের তরফ থেকে এই বইমেলা সংগঠিত করার জন্য প্রত্যেক জেলাকে 6 লাখ টাকা করে দেওয়া হয়েছে ৷ বইমেলায় প্রবেশের জন্য কোনও প্রবেশ মূল্য রাখা হচ্ছে না ৷ তিনি আরও জানিয়েছেন, গ্রন্থাগার দফতরের তরফ থেকে এই বইমেলার আয়োজনের উদ্দেশ্য হল, আরও বেশি সংখ্যক মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা ৷ তাই সরকারের তরফে বইমেলার জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে ৷

আরও পড়ুন : Jammu-Kashmir Encounter: সাহসিকতার পুরস্কার প্রাপকের ছেলে মৃত ভুয়ো এনকাউন্টারে, চাপের মুখে কাশ্মীরে তদন্তের নির্দেশ

প্রসঙ্গত, আগে এই বইমেলা আয়োজনের জন্য 3 লাখ টাকা করে বরাদ্দ করা হত ৷ কিন্তু, এবছর রাজ্য সরকার সেই বরাদ্দ জেলা পিছু বাড়িয়ে 6 লাখ টাকা করেছে ৷ প্রত্যেক জেলায় এই বইমেলা সাত দিনব্যাপী যাতে আয়োজন করা যায়, তার জন্যই এই খরচ বরাদ্দ করা হয়েছে ৷ তবে মন্ত্রী জানিয়েছেন, যদিও এর পরে মহকুমা ভিত্তিক বইমেলা আয়োজনের জন্য দাবি জানানো হয়েছে ৷ সেই বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করা হবে ৷ মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের লাইব্রেরিগুলির পরিকাঠামো উন্নয়নের বিষয়ে রাজ্য সরকার বদ্ধপরিকর ৷ আর তাই এই সিদ্ধান্তগুলি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.