ETV Bharat / city

Bidhan Chandra Roy: আবির্ভাব ও প্রয়াণ দিবসে বিধানচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের

author img

By

Published : Jul 1, 2022, 5:18 PM IST

শুক্রবার ছিল ডা. বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস ৷ সেই উপলক্ষে রাজ্য সরকারের তরফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

state government celebrate birth and death anniversary of Bidhan Chandra Roy
Bidhan Chandra Roy: আবির্ভাব ও প্রয়াণ দিবসে বিধানচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের

কলকাতা, 1 জুলাই: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস পালন করা হল রাজ্য সরকারের তরফে ৷ এই উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গায় শ্রদ্ধার্ঘ্য অর্পণের আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, শান্তনু সেন প্রমুখ ৷ সুবোধ মল্লিক স্কোয়ারে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনেই তাঁর মর্মর মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্টরা ৷

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী পাঁজা বলেন, "আজকের দিনের তাৎপর্য অপরিসীম ৷ বিধানচন্দ্র রায় ভারতের রত্ন ৷ তাঁর জন্য আমরা গর্বিত ৷ তিনি আমাদের আইডল ৷ রাজনৈতিক জগতের পাশাপাশি চিকিৎসক জগতেও তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷ এটি তাঁর বাড়ি ৷ এখানে তাঁর চেয়ার রয়েছে ৷ সেই চেয়ারে বসে তিনি রোগীদের দেখতেন ৷ রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে আমরা এখানে এসেছিলাম ৷"

আরও পড়ুন: Bidhan Chandra Roy house: বেহাল দশা বিধানচন্দ্র রায়ের বাড়ির, দায় ঠেলাঠেলি রক্ষণাবেক্ষণ নিয়ে

অন্যদিকে, কালীঘাট শ্মশানে ডা. বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ উপস্থিত ছিলেন মালা রায়, দেবাশিস কুমার-সহ অন্যরা ৷

এদিনের কর্মসূচি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "আজ বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী এবং প্রয়াণ দিবস ৷ তাঁর উপস্থিতি সর্বত্র ৷ তিনি বহু দিন কলকাতার মেয়র ছিলেন ৷ রাজ্য়ের মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন ৷ এছাড়াও তিনি ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক ৷ তিনি আমাদের সকলের প্রেরণা ৷ আমি তাঁর চেয়ারে বসেছি ৷ তবে তাঁর নখের যোগ্য হতে পারলেও আমার জীবন ধন্য হয়ে যাবে ৷ আজ তাঁর কাছে সেই আশীর্বাদই চাইলাম ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.