ETV Bharat / city

Dilip Ghosh : পরস্পর বিরোধী মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী, স্কুল-কলেজ খোলার প্রসঙ্গে তোপ দিলীপের

author img

By

Published : Aug 24, 2021, 4:28 PM IST

রাজ্যে স্কুল ও কলেজ খোলার প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ ৷ অভিযোগ করলেন, করোনার নাম করে মুখ্য়মন্ত্রী স্কুল, কলেজ ও ট্রেন বন্ধ করে রেখেছেন ৷ কিন্তু, উল্টোদিকে তিনি উপনির্বাচন চাইছেন ৷ এটা তাঁর পরস্পর বিরোধী আচরণ বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি ৷

State BJP President Dilip Ghosh Criticise CM Matama banerjee on School and College Oepn Issue
পরস্পর বিরোধী মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী, স্কুল-কলেজ খোলার প্রসঙ্গে অভিযোগ দিলীপের

কলকাতা, 24 অগস্ট : স্কুল ও কলেজ খোলা নিয়ে এবার রাজ্য সরকারকে একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ অভিযোগ করলেন করোনার নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন ৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী একদিকে করোনার তৃতীয় ঢেউয়ের নামে স্কুল, কলেজ এবং লোকাল ট্রেন চলাচল বন্ধ রেখেছেন ৷ অন্যদিকে, উপনির্বাচনের জন্য দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাচ্ছেন ৷ মুখ্যমন্ত্রীর এই আচরণকে পরস্পর বিরোধী বলে উল্লেখ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷

প্রসঙ্গত, 2020’র মার্চ মাস থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে করোনার সংক্রমণের জেরে ৷ মাঝে করোনার প্রথম ঢেউ কেটে যাওয়ার পর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে সামাজিক দূরত্ববিধি মেনে পঠনপাঠন শুরু হয়েছিল ৷ কিন্তু, স্কুল খুলতেই শিক্ষক-শিক্ষিকারা সংক্রমণের শিকার হতে শুরু করেন ৷ যে ঘটনা সামনে আসতেই রাজ্যের তরফে স্কুল ফের বন্ধ করে দিতে হয় ৷ তখন থেকে সম্পূর্ণভাবে বন্ধ স্কুলের পঠনপাঠন ৷ অনলাইনেই এখন পড়াশোনা করছে পড়ুয়ারা ৷

এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ আসে ৷ সেই দ্বিতীয় ঢেউও এখন নিয়ন্ত্রণে ৷ কিন্তু, পড়ুয়াদের স্বাস্থ্যের নিরাপত্তার কথা ভেবে স্কুল খুলতে নারাজ রাজ্য সরকার ৷ সম্প্রতি মুখ্য়মন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার রয়েছে ৷ এমনকি গতকাল কেন্দ্রের তরফেও জানানো হয়েছে অক্টোবরে করোনার তৃতীয় ঢেউ তাঁর চরমসীমায় থাকবে ৷ যেখানে বড়দের পাশাপাশি ছোট বাচ্চারা সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হবে বলে জানিয়েছে কেন্দ্র ৷ এই পরিস্থিতিতে পুজোর পর করোনার সংক্রমণ কী অবস্থায় থাকে, তার উপরে নির্ভর করে রাজ্য সরকার স্কুল ও কলেজ খোলা নিয়ে ভাবনাচিন্তা করবে ৷

আরও পড়ুন : Dilip Ghosh on East Bengal : ইস্টবেঙ্গলের চুক্তি সমস্যা মেটানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীরই, দাবি দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে রাজ্যের বহু মানুষ কাজ হারিয়েছেন ৷ অনেক অফিস এবং কলকারখানা বন্ধ ৷ সেগুলি চালু করার ব্যবস্থা করতে হবে রাজ্যকে ৷ এমনকি স্কুল, কলেজ বন্ধ থাকায় পড়াশোনাও বন্ধ ৷ এছাড়া করোনা সংক্রমণের দোহাই দিয়ে মুখ্য়মন্ত্রী ট্রেন বন্ধ করে রেখেছেন ৷ এদিকে তিনি উপনির্বাচন চাইছেন ৷ মুখ্য়মন্ত্রীর এমন পরস্পর বিরোধী আচরণ শোভা পায় না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.