ETV Bharat / city

Arpita Mukherjee: আইন আইনের পথে চলবে, মেডিক্যাল টেস্টে গিয়ে বললেন অর্পিতা; আজ আদালতে পেশ

author img

By

Published : Jul 24, 2022, 11:55 AM IST

Updated : Jul 24, 2022, 1:26 PM IST

ফের মেডিক্যাল টেস্টের জন্য সিজিও কমপ্লেক্স থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)৷ আজ তাঁকে আদালতে পেশ করা হবে ৷

ssc-recruitment-case-partha-chatterjee-aide-arpita-mukherjee-to-be-produced-in-court-today
আইন আইনের পথে চলবে, মেডিক্যাল টেস্টে গিয়ে বললেন অর্পিতা; আজ আদালতে পেশ

কলকাতা, 24 জুলাই: এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে ফের মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল ইএসআই হাসপাতালে ৷ প্রথমে মিডিয়ার সঙ্গে লুকোচুরি করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এনে দুই থেকে তিনবার ইএসআই হাসপাতালে চক্কর কেটে তারপর সেখানে নামানো হয় অর্পিতাকে ৷ গাড়ি থেকে অর্পিতা বলেন, "আইন আইনের পথে চলবে ৷"

শনিবার সন্ধ্যায় গ্রেফতার হওয়ার পর সারারাত নিজাম প্যালেসে কাটে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। ইডি এবং সিআরপিএফ-এর মহিলা আধিকারিকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি । আজ বেলা 11টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতার দফতর অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকার এএসআই হাসপাতালে (SSC Recruitment case)।

সেখানে ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে বলে জানা গিয়েছে । এরপরে অর্পিতাকে ব্যাংকশাল আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারা 'পার্থ-ঘনিষ্ঠ' অর্পিতাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: অর্পিতার সর্বশেষ ফেসবুক পোস্ট কি ইচ্ছাকৃত, নাকি কাকতালীয় !

ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে অর্পিতার বেডরুমের ভিতর প্রায় 21 কোটি টাকা-সহ লক্ষ লক্ষ টাকার সোনার গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ৷ সেই টাকাগুলি কোথা থেকে এসেছিল এবং কেন তাঁর ফ্ল্যাটে এই টাকা রাখা হয়েছিল, তা বিশদে জানার জন্যই অর্পিতা মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পাশাপাশি ইডি-র তরফে পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে (Arpita Mukherjee to be produced in Court)।

Last Updated : Jul 24, 2022, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.