ETV Bharat / city

Abhishek Banerjee Meeting: অভিষেকের সঙ্গে বৈঠক সফল, দাবি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের

author img

By

Published : Jul 29, 2022, 7:16 PM IST

Updated : Jul 29, 2022, 7:30 PM IST

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করলেন এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC Job Seekers) ৷ বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা ৷ জানিয়েছেন, এদিনের বৈঠক সফল হয়েছে ৷

Agitators claim Abhishek Banerjee meeting with SSC Job Seekers is Successful
Abhishek Banerjee Meeting: অভিষেকের সঙ্গে বৈঠক সফল, দাবি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের

কলকাতা, 29 জুলাই: এসএসসি চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers) সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বৈঠক ইতিবাচক হয়েছে ৷ শুক্রবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর একথা জানান আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নেতা শহিদুল্লা ৷ প্রসঙ্গত, এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলতে চেয়ে নিজে থেকেই আন্দোলনকারীদের ফোন করেছিলেন অভিষেক ৷ তিনি জানিয়েছিলেন, শুক্রবার দুপুর সাড়ে তিনটেয় আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কথা বলবেন ৷ সেই মতো এদিন শহিদুল্লা-সহ আট সদস্যের একটি প্রতিনিধি দল নির্দিষ্ট সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়ে পৌঁছে যায় ৷ সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu) ৷

এদিন অভিষেকের সঙ্গে বৈঠক শেষে শহিদুল্লা বলেন, "শিক্ষামন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমাদের আলোচনা হয়েছে ৷ এই আলোচনা সম্পূর্ণ ইতিবাচক ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন, দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাতালিকাভুক্ত প্রত্যেক চাকরিপ্রার্থীর যাতে চাকরি হয়, তা নিশ্চিত করার চেষ্টা করবেন তিনি ৷ তবে, আইনি এবং প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে ৷ সেগুলি কাটিয়ে কীভাবে দ্রুত নিয়োগ সম্পন্ন করা যায়, তার জন্য প্রয়াস চালাবেন তিনি ৷"

আরও পড়ুন: Partha Chatterjee: মমতা সঠিক, দল সঠিক কি না সময়ই বলবে : পার্থ

শহিদুল্লা আরও জানিয়েছেন, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেও আগামী দিনে তাঁরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলাদা বৈঠক করবেন ৷ আগামী 8 অগস্ট বিকাশ ভবনে এই বৈঠক হবে ৷ তাহলে কি এখনই আন্দোলন থেকে সরে আসছেন চাকরিপ্রার্থীরা ? তেমন কোনও ইঙ্গিত অবশ্য দেননি শহিদুল্লা ৷ তিনি জানিয়েছেন, ক্যামাক স্ট্রিটের এদিনের এই বৈঠকে ধরনা মঞ্চ নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের যে কথাবার্তা হয়েছে, তাতে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সদস্যরা আশ্বস্ত হয়েছেন ৷ এবং তাঁরা সকলেই আশা প্রকাশ করছেন, আগামী দিনে সমস্ত চাকরিপ্রার্থীরই নিয়োগ সম্পূর্ণ হবে ৷

এদিন সাংবাদিকদের তরফ থেকে আন্দোলনকারীদের কাছে জানতে চাওয়া হয়, এই নিয়োগের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে কিনা ৷ জবাবে আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানান, শুধুমাত্র একটি বৈঠকেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ৷ আগামী দিনে আরও বৈঠক হবে ৷ তখনই এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব হবে ৷

Last Updated :Jul 29, 2022, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.