ETV Bharat / city

Slst Candidates Protest তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য স্থগিত চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ

author img

By

Published : Aug 28, 2022, 9:29 PM IST

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কারণে স্থগিত থাকবে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ (SLST Candidates Protest) ৷ নিরাপত্তার কারণে পুলিশ চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ করে অবস্থান বিক্ষোভ স্থগিত রাখার জন্য ।

SLST Agitation Postponed due to foundation day of Trinamool Chhatra Parishad
SLST Candidates Protest

কলকাতা, 28 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (Foundation day of Trinamool Chhatra Parishad) উপলক্ষে সোমবার ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে বিশাল মঞ্চ করে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে । আর এই সভা মঞ্চের কারণেই স্থগিত হয়ে গেল চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ (SLST Agitation Postponed) ।

সোমবার একদিনের জন্য অবস্থা বিক্ষোভ করছেন না হবু শিক্ষকেরা । তাঁদের বক্তব্য, প্রশাসন নিরাপত্তার কারণে অবস্থান-বিক্ষোভ একদিনের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়েছিল । সেই অনুরোধে সাড়া দিয়ে তাঁরা আগামিকাল অবস্থান বিক্ষোভ করবেন না । শুধু কালই নয় । আগামী 1 সেপ্টেম্বরও তাঁরা অবস্থান বিক্ষোভ স্থগিত রাখছেন । কারণ, সেদিন জোড়াসাঁকো থেকে গান্ধি মূর্তি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বে বিশাল মিছিল পৌঁছবে । দুর্গা পুজো ইউনেসকো স্বীকৃতি পাওয়া উপলক্ষে এই মিছিল আয়োজন করা হয়েছে । সেদিনও নিরাপত্তার কারণে পুলিশ চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ করে অবস্থান বিক্ষোভ স্থগিত করার জন্য । যা মেনে নেন চাকরিপ্রার্থীরা (SLST Candidates Protest) ৷

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য স্থগিত চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ

অবস্থানরত চাকরিপ্রার্থী ইলিয়াস বিশ্বাস বলেন, "ময়দান থানার পুলিশ মেইল মারফত নিরাপত্তা জনিত কারণে ওই দু'দিন অবস্থান বিক্ষোভ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে । প্রশাসনিক অনুরোধে আমরা দু'দিন অবস্থান বিক্ষোভ স্থগিত রাখছি । একইসঙ্গে আমরা আশা করছি আগামিকাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পুজোর আগেই আমাদের নিয়োগের বন্দোবস্ত করার ব্যবস্থা করবেন । কারণ রাজ্যের মানুষ দীর্ঘ উৎসবে যেমন আনন্দ মুখরিত থাকবে, আমরাও চাকরি পেয়ে সেই উৎসবের অংশ হতে চাই । আশা করি সরকার এবং মুখ্যমন্ত্রী আমাদের এই দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন ।"

আরও পড়ুন: 'আপনাদের জন্য জীবন দিতেও রাজি', বিক্ষোভরত চাকরী প্রার্থীদের আশ্বাস অধীরের

প্রসঙ্গত, রবিবার চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ 532 দিনে পড়ল । ঝড়, জল উপেক্ষা করে টানা প্রায় দেড় বছর ধরে রাস্তায় বসে আছেন চাকরিপ্রার্থীরা । অনেকে সংসার ছেড়ে সঠিক নিয়োগের দাবিতে রাস্তায় বসেছেন । কেউ আর অসুস্থ বাবা-মাকে ঘরে ফেলে রাস্তায় বসে আছেন । কিন্তু ন্যায্য চাকরিতে তাঁরা এখনও নিয়োগ হতে পারলেন না । এই আক্ষেপ তাঁদের রয়েই গেল । তাই, তাঁরা দ্রুত নিয়োগের দাবিতে অনড় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.