ETV Bharat / city

SMP Election 2022 : 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, আগামিকাল আনুষ্ঠানিক ঘোষণা

author img

By

Published : May 25, 2022, 5:24 PM IST

Updated : May 25, 2022, 7:25 PM IST

আগামী 26 জুন জিটিএ-র ভোট ৷ সেই দিনই শিলিগুড়ি মহকুমা পরিষদেরও ভোট করতে চায় রাজ্য (Siliguri Mahakuma Parishad Election will take place on next 26th June) ৷ এদিন কমিশন ও নবান্নের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর ৷

siliguri-mahakuma-parishad-election-will-take-place-on-next-26th-june
SMP Election 2022 : 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, আগামিকাল আনুষ্ঠানিক ঘোষণা

কলকাতা, 25 মে : আগামী 26 জুন হতে চলেছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA)-র নির্বাচন ৷ ওইদিনই শিলিগুড়ি মহকুমা পরিষদেও (Siliguri Mahakuma Parishad) ভোট করতে চায় রাজ্য নির্বাচন কমিশন (Bengal Election Commission) ৷ কমিশন সূত্রে খবর, বুধবার রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকেই এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে ৷ তবে আগামিকাল আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ৷

siliguri-mahakuma-parishad-election-will-take-place-on-next-26th-june
সর্বদলীয় বৈঠক সংক্রান্ত কমিশনের চিঠি

নির্বাচন কমিশনের ওই সূত্র থেকে জানা গিয়েছে, এদিনের বৈঠকটি ভার্চুয়ালি হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ৷ সেই বৈঠকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট ছাড়াও একাধিক সিদ্ধান্ত হয় ৷ তার মধ্যে আরও একটি নির্বাচনও রয়েছে ৷

siliguri-mahakuma-parishad-election-will-take-place-on-next-26th-june
সর্বদলীয় বৈঠক সংক্রান্ত কমিশনের চিঠি

সাম্প্রতিক পৌর নির্বাচনে (Bengal Municipal Elections) বেশ কয়েকটি ওয়ার্ডে প্রার্থীদের প্রয়াণের কারণে ভোট সম্ভব হয়নি ৷ সেই নির্বাচনগুলিও 26 জুন হবে ৷ সেই তালিকায় চন্দননগর পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ড, দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে ভোট হবে ৷

siliguri-mahakuma-parishad-election-will-take-place-on-next-26th-june
রাজ্য নির্বাচন কমিশন

এছাড়া ওই দিন পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এবং পানিহাটির পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ওই দিন উপনির্বাচন হবে । ওই দুই ওয়ার্ডে অবশ্য গত পৌর নির্বাচনে ভোট হয়েছিল ৷ পানিহাটিতে জিতেছিল তৃণমূল আর ঝালদায় জয়ী হয় কংগ্রেস ৷ কিন্তু গত 13 মার্চ ওই দুই ওয়ার্ডের কাউন্সিলরকে খুন করা হয় ৷ ঝালদা শহরের অদূরে গুলি করে খুন করা হয় তপন কান্দু নামে ওই কাউন্সিলরকে ৷ আর পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সির অনুপম দত্ত খুন সন্ধ্যায় শহরের মধ্যেই ৷

এদিকে এই ভোট নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির মতামত চায় রাজ্য নির্বাচন কমিশন ৷ তাই আগামিকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে কমিশনের তরফে ৷ সূত্রের খবর, ওই বৈঠকের পরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ৷

আরও পড়ুন : GTA Election : 26 জুন জিটিএ নির্বাচন

Last Updated : May 25, 2022, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.