ETV Bharat / city

SFI on Chandigarh Airport: ভগৎ সিং-এর নামে চণ্ডীগড় বিমানবন্দর, মোদির ঘোষণায় নিজেদের জয় দেখছে এসএফআই

author img

By

Published : Sep 26, 2022, 7:07 PM IST

Updated : Sep 26, 2022, 8:05 PM IST

SFI sees victory in Chandigarh airport being renamed after Bhagat Singh
ভগৎ সিং-এর নামে চণ্ডীগড় বিমানবন্দর, মোদির ঘোযণায় নিজেদের জয় দেখছে এসএফআই

চণ্ডীগড় বিমানবন্দরের (SFI on Chandigarh Airport) নামবদলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একে নিজেদের 'জয়' হিসেবে দেখছে এসএফআই (Bhagat Singh)৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: পঞ্জাবের চণ্ডীগড় বিমানবন্দরের (SFI on Chandigarh Airport) নামবদল করা হবে । নতুন নামকরণ হবে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-এর (Bhagat Singh) নামে । রবিবার মন কি বাত অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তবে একে নিজেদের সংগ্রামের 'জয়' হিসেবেই দেখছে সিপিআইএম-এর ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া । তারা এই জয়কে ছাত্র-যুব, শ্রমিক-কৃষক এবং সাধারণ মানুষের সংগ্রামের বিজয় বলে অভিহিত করেছে (Chandigarh airport)।

এসএফআই কেন্দ্রীয় কমিটির বক্তব্য, একটি রাজনৈতিক দল সমগ্র স্বাধীনতা সংগ্রামের উপর তাদের একচেটিয়া অধিকার দাবি করে । অথচ তারা স্বাধীনতা সংগ্রামে কোনও অবদান রাখেনি । শুধু তাই নয়, তারা দেশের স্বাধীনতার ইতিহাস বদলাতে মরিয়া হয়ে উঠেছে । তারপরও নিজেদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, স্বাধীনতা সংগ্রামে ভগৎ সিং এবং তাঁর সঙ্গীদের আত্মত্যাগকে অস্বীকার করার সাহস দেখাতে পারল না । তারা ভগৎ সিং-এর আত্মত্যাগকে স্বীকার করতে বাধ্য হল (Narendra Modi)।

SFI sees victory in Chandigarh airport being renamed after Bhagat Singh
এসএফআইয়ের মিছিল আটকানোর চেষ্টায় পুলিশ

আরও পড়ুন: চণ্ডীগড় বিমানবন্দর হবে ভগৎ সিং-এর নামে, মন কি বাতে ঘোষণা মোদির

এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, "ভগৎ সিং-এর আত্মত্যাগ ও চিন্তাভাবনাকে কেন্দ্রে রেখে, এসএফআই হিমাচল প্রদেশ, রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার ইউনিটগুলি 4 জানুয়ারি 2017 সালে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেছিল এবং ভগৎ সিং-এর লেখাগুলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল । এছাড়াও যে দাবিগুলি রাখা হয় তার মধ্যে অন্যতম ছিল চণ্ডীগড় বিমানবন্দরের নাম ভগৎ সিং-এর নামে রাখা । এই সমস্ত দাবিতে 2017 সালের 21 মার্চ চণ্ডীগড়ে এসএফআই একটি বিশাল সমাবেশেরও আয়োজন করে । যে সমাবেশ আটকাতে সরকার সর্বাত্মক চেষ্টা করেছিল । ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়, জলকামান ব্যবহার করা হয় । এসএফআই-এর সহকর্মী নরেশ কুমার এবং বেশ কয়েকজন সহযোগী গুরুতর জখম হন । তারপরও আমরা দমিনি । এসএফআই লাগাতার সংগ্রাম চালিয়ে যায় । তারই সাফল্য এল । আসলে বাম ছাত্রদের ভয় পেয়েছে মোদি সরকার । কৃষকদের ভয় পেয়েছে । যে কারণে সরকার আরএসএস প্রচারকের পরিবর্তে চণ্ডীগড় বিমানবন্দরের নাম ভগৎ সিং-এর নামে রাখতে বাধ্য হল । এই জয় শুধু এসএফআই-এর জয় নয়, ভগৎ সিং-এর স্বপ্নের সঙ্গে নিজেকে যুক্ত করা প্রত্যেক যুবকের জয় ৷ এটা সমগ্র উত্তর ভারতের ছাত্র ও যুবকদের জয় । এটা ভগৎ সিং-এর চিন্তার জয় । এসএফআই বিশ্বাস করে যে লড়াই এখনও শেষ হয়নি । ভগৎ সিং-এর লেখা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ভগৎ সিং-এর নামে একটি চেয়ার স্থাপন করতে হবে । এই সব দাবিতে এসএফআই-এর সংগ্রাম চলবে ।"

Last Updated :Sep 26, 2022, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.