ETV Bharat / city

Dipshita Dhar: দুর্নীতি থেকে নারীসুরক্ষা, পঞ্চায়েতের প্রস্তুতি ! অকপট বাম যুবনেত্রী দীপ্সিতা ধর

author img

By

Published : Aug 7, 2022, 5:33 PM IST

একুশের নির্বাচনের পর রাজ্য রাজনীতি থেকে কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছেন এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর (SFI Leader Dipshita Dhar Criticises Mamata Banerjee Over Corruption Issue) ৷ জানালেন, তিনি এই মুহূর্তে পিএইচডি-র পড়াশোনা নিয়ে ব্যস্ত ৷ জানুয়ারিতে পিএইচডি শেষ হলেই, তাঁকে ফের সক্রিয় রাজনীতিতে দেখা যাবে ৷ সেই সঙ্গে রাজ্যের সাম্প্রতিক দুর্নীত নিয়েও সরব হলেন এই বামনেত্রী ৷

sfi-leader-dipshita-dhar-criticises-mamata-banerjee-over-corruption-issue
sfi-leader-dipshita-dhar-criticises-mamata-banerjee-over-corruption-issue

কলকাতা, 7 অগস্ট: একুশের বিধানসভা নির্বাচনে যুব ব্রিগেডকে সামনে রেখে হাল ফেরানোর একটা মরিয়া চেষ্টা করেছিল বামেরা ৷ কিন্তু, হাতে এসেছিল সেই বিফলতা ৷ একটি আসনও হাতে আসেনি বামেদের ৷ কিন্তু, যাঁদের সামনে রেখে বামেরা উঠে আসতে চেয়েছিল, সেই ঐশী ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপ্সিতা ধরদের ভোটের পর আর দেখা নেই ৷ যদিও, ডিওয়াইএফআই এর মীনাক্ষীকে আনিশ খান মৃত্যুর রহস্যে বামেদের আন্দোলনে দেখা গিয়েছিল ৷ কিন্তু, বাকিরা ? ইটিভি ভারতের মুখোমুখি হয়ে সেই প্রশ্নেরই উত্তর দিলেন জেএনইউ এর ছাত্রী তথা এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর ৷ কথা বললেন, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, মমতাকে জননেত্রী বলে উল্লেখ, নারী নির্যাতন, দুর্নীতি-সহ একাধিক বিষয়ে ৷

প্রসঙ্গ, সক্রিয় রাজনীতিতে ফেরা--

জানুয়ারিতে পিএইচডি শেষ, তারপরেই রাজ্যের সক্রিয় রাজনীতিতে ফিরছি ৷

21’র ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী বলে উল্লেখ--

আমি ওই একটা লাইন বলিনি ৷ আগে-পরে অনেক কথাই বলেছি ৷ যেগুলো বাদ দিয়েই, এই একটা লাইনকে নিয়ে একাধিক লেখালিখি চলেছে ৷ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু মানুষ ভোট দিয়েছেন ৷ পছন্দ করেন ৷ ঠিক তেমনই নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পকেও পছন্দ করেন ৷ তাই বলে তাঁদের ভুলকে আমরা অস্বীকার করতে পারি না ৷ হাঁসখালি সহ একাধিক গণধর্ষণের ঘটনায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাখ্যা দিয়েছিলেন, তা কখনই মেনে নেওয়া যায় না ৷

নিয়োগ দুর্নীতি--

নিয়োগ সহ পঞ্চায়েত এলাকায় যে চরম দুর্নীতি হয়েছে ও হচ্ছে, তা কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অস্বীকার করতে পারবেন (SFI Leader Dipshita Dhar Criticises Mamata Banerjee Over Corruption Issue) ? সাধারণ মানুষ ইতিমধ্যে জাগতে শুরু করেছে ৷ তাঁরা এই চরম দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ৷ আমরাও পঞ্চায়েত স্তরে বুথে বুথে ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছি, তুলব ৷ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে এবং তাঁর দিকনির্দেশনে আমরা এগিয়ে যাব ৷

পঞ্চায়েতে বোমা-বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়বে বামেরা, বার্তা এসএফআই এর কেন্দ্রীয় নেত্রী দীপ্সিতার

বামপন্থী দলগুলিতে নতুন মুখের অভাব--

সিপিআইএম কোনও ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল নয় ৷ এখানে ব্যক্তির থেকে আদর্শ বড় ৷ সেই আদর্শ মেনেই আমি, ঐশী কিংবা মীনাক্ষী দি-রা প্রতিদিনই সমাজ বদলের জন্য নানান কাজ করে চলেছেন ৷ ‘মিশন থ্রি সিক্সটি ডিগ্রি’ অনুযায়ী নানান গণ সংগঠন থেকে শুরু করে, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কমরেডদের ভূমিকা রয়েছে ৷ প্রত্যেককেই যে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, এমনটা নয় ৷ সে কথা বামপন্থা বলে না ৷ এখানে আদর্শই শেষ কথা ৷ সেই আদর্শকে মাথায় রেখে বামপন্থী সকল ছাত্র যুবরা নিয়মিত সমাজ বদলের জন্য লড়াই করে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.