ETV Bharat / city

SFI Demands Morning Classes: দাবদাহ উত্তরবঙ্গে, মর্নিং ক্লাস করার দাবি এসএফআই-এর

author img

By

Published : Jul 17, 2022, 2:30 PM IST

দিন দুই আগে দিনহাটা কলেজের এক ছাত্রী দাবদাহের (Heat Wave) কারণে প্রাণ হারিয়েছেন । অসুস্থ হয়ে পড়েছিলেন জলপাইগুড়ির আথুয়ার চর প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকা ৷ অন্যদিকে, কুমারপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন (SFI Demands Morning Classes) ।

SFI demands morning classes in North Bengal schools colleges
SFI

কলকাতা, 17 জুলাই: দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কার্যত বৃষ্টিহীন উত্তরবঙ্গ । প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ । স্কুল পড়ুয়ারাও একইভাবে অসুস্থ হয়ে পড়ছে । বাদ যাচ্ছেন না কলেজ পড়ুয়ারা থেকে শিক্ষকরাও । এই অবস্থায় মর্নিং ক্লাসের দাবি তুলল এসএফআই ৷

দিন দুই আগে দিনহাটা কলেজের এক ছাত্রী দাবদাহের (Heat Wave) কারণে প্রাণ হারিয়েছেন । একই কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন জলপাইগুড়ির আথুয়ার চর প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকা ৷ অন্যদিকে, কুমারপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন । এরকম পরিস্থিতিতে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সকালে ক্লাস করানোর দাবি তুলেছে । পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বক্তব্য, "গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে একাধিক ছাত্র-ছাত্রী স্কুলে গিয়ে বা স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন । একজন কলেজ পড়ুয়ার মৃত্যুও হয়েছে । তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে বিবেচনা করে ও আবহাওয়ার উপর নজর রেখে স্কুল-কলেজে ক্লাস করানোর বিষয়ে রাজ্য সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করুক (SFI demands morning classes in North Bengal schools colleges) ।

এসএফআইয়ের অভিযোগ, রাজ্য সরকার যখন গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছিল তখন উত্তরবঙ্গে ভারী বর্ষা চলছিল । অথচ গত দু'সপ্তাহ ধরে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটায় সেখানে এখন দাবদাহ চলছে । কিন্তু সে বিষয়ে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না । অবিলম্বে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে আবহাওয়া বিবেচনা করে উত্তরবঙ্গে স্কুল-কলেজগুলিতে সকালে ক্লাস করানোর দাবি তোলা হচ্ছে এসএফআই-য়ের তরফে ।

আরও পড়ুন : প্রচন্ড গরমে অসুস্থ 2 শিক্ষক, রাজ্যের কাছে মর্নিং শিফট চালুর আর্জি শিক্ষা সংসদের

উল্লেখ্য, গত 15 জুলাই শুক্রবার দিনহাটা কলেজে পরীক্ষা শেষে অসুস্থ হয়ে মৃত্যু হয় চুমকি রায় নামে এক ছাত্রীর । পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বেরিয়ে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন । তাঁকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে গেলেও ষষ্ঠ সেমিস্টারের ছাত্রীটিকে বাঁচানো যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.