ETV Bharat / city

DYFI: বেকারত্বের বিরুদ্ধে 3 নভেম্বর সংসদ অভিযানে ডিওয়াইএফআই

author img

By

Published : Jul 14, 2022, 10:40 PM IST

ডিওয়াইএফআই'র কেন্দ্রীয় কমিটির বৈঠকে নেওয়া হল একাধিক পরিকল্পনা ৷ 12-13 জুলাই নয়াদিল্লির সুরজিৎ ভবনে ডিওয়াইএফআই'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে (DYFI central committee Meeting) ।

several plans taken in DYFI central committee Meeting
DYFI

কলকাতা, 14 জুলাই: করোনা, লকডাউন, বেসরকারিকরণ-সহ একাধিক কারণে দেশে বেকারত্বের হার বেড়ে চলেছে । এই অভিযোগে বেড়ে চলা বেকারত্বের বিরুদ্ধে সংসদ অভিযানের ডাক দিল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই । আগামী 3 নভেম্বর সংসদ অভিযান করবে তারা ।

12-13 জুলাই নয়াদিল্লির সুরজিৎ ভবনে ডিওয়াইএফআই'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে । সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সূত্রের খবর, কার্যনির্বাহী কমিটির বৈঠকে ধর্মের নামে সাম্প্রদায়িক হিংসা ছাড়ানোর তীব্র সমালোচনা করা হয়েছে । হিন্দুত্বের নানান কর্মসূচি নিয়ে এগনো, বিরোধীদের কন্ঠরোধ করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় । মূল্যবৃদ্ধি, বেকারত্বর কারণে সাধারণ মানুষের জীবনধারণ কতটা কঠিন হয়ে পড়েছে তা নিয়েও আলোচনা হয় । কলকাতায় গত মে মাসে ডিওয়াইএফআই’র সর্বভারতীয় সম্মেলনের পর দিল্লিতে প্রথম কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে । যেখানে বেকারত্ব, অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল(several plans taken in DYFI central committee Meeting) ।

3 নভেম্বর সংসদ অভিযানে ডিওয়াইএফআই

আরও পড়ুন: আনিশ খানের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে রাজ্য জুড়ে সই সংগ্রহ ডিওয়াইএফআইয়ের

ডিওয়াইএফআই'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিমাঘ্নরাজ ভট্টাচার্য বলেন, "আগামী 15 ও 16 জুলাই অসমে বন্যাকবলিতদের ত্রাণে অর্থ সংগ্রহ করা হবে । নভেম্বরে ডিওয়াইএফআই'র প্রতিষ্ঠা দিবসে সংসদ অভিযানকে সামনে রেখে আগামী 15 সেপ্টেম্বর দেশ জুড়ে অধিকার দিবস পালন হবে । সেদিন দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে যুবরা সভা, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করবেন । এই কর্মসূচির সাফল্যের জন্য 1 অগস্ট থেকে 10 সেপ্টেম্বর প্রচার অভিযান চলবে । একই সঙ্গে 15 অগস্ট স্বাধীনতা দিবসে দেশ জুড়ে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার আহ্বান জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন হবে । গান্ধি জয়ন্তী থেকে প্রায় কুড়ি দিন ধরে ব্লকস্তরে সেমিনার, প্রতিবাদ আলোচনাসভার আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে । যেখানে সমাজের সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.