ETV Bharat / city

Schools reopen: দেড় মাসের ছুটির পর খুলল সব স্কুল, কোভিড আতঙ্ক নিয়েই ছন্দে ফিরল পড়ুয়ারা

author img

By

Published : Jun 27, 2022, 11:52 AM IST

Schools reopen after long summer vacation in West Bengal
দেড় মাসের ছুটির পর খুলল সব স্কুল, কোভিড আতঙ্ক নিয়েই ছন্দে ফিরল পড়ুয়ারা

প্রায় দেড় মাসের গরমের ছুটির পর রাজ্যে খুলল সব স্কুল (Schools reopen)৷ কোভিড আতঙ্ক মাথায় নিয়েই ফের ছন্দে ফিরল ছাত্রজীবন (Summer vacation in West Bengal)৷

কলকাতা, 27 জুন: দীর্ঘ দেড় মাসের ছুটি কাটিয়ে আবারও স্কুলে ফিরল পড়ুয়ারা (Schools reopen)৷ পুরনো ছন্দে ফিরল ছাত্রজীবন ৷ আজ থেকে খুলে গেল রাজ্যের সরকারি ও সরকার পোষিত এবং বেসরকারি সমস্ত স্কুল (Summer vacation in West Bengal)৷

তবে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী ৷ তাই বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না রাজ্য শিক্ষা দফতর । গত সপ্তাহেই স্কুল খোলার প্রস্তুতি পর্ব কেমন হবে তা জানিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ সেই নির্দেশিকা স্কুলগুলিকে কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে ৷

এপ্রিল মাসে তীব্র গরমের দাবদাহে কচিকাঁচাদের হাঁসফাস করা অবস্থার কথা চিন্তা করে 2 মে থেকেই পড়ে যায় গরমের ছুটি । এরপর স্কুল খোলার কথা ছিল 15 জুন । তবে গরম বজায় থাকার কারণে সেই ছুটি বাড়ানো হয় আরও 11 দিন । স্বাভাবিক ভাবেই প্রথমে করোনা আর তারপর স্কুল খুলতে না খুলতেই আবার এতটা লম্বা ছুটির জেরে পঠনপাঠন বিঘ্নিত হয় ৷ এর ফলে পড়ুয়ারা পিছিয়ে পড়বে এই আশঙ্কায় শিক্ষা মহলে বিতর্কের ঝড় ওঠে । তবে বেসরকারি স্কুলগুলি সরকারি নির্দেশিকা না মেনে স্কুলের পঠনপাঠন জারি রাখলেও পরে শিক্ষা দফতরের নির্দেশে গরমের ছুটির দিন এগিয়ে নিয়ে আসে ।

আরও পড়ুন: Summer Vacation : গরমের ছুটির পর খুলছে স্কুল; সঙ্গে জারি করোনা বিধিনিষেধ

তবে 15 জুন গরমের ছুটি পুনরায় 11 দিন বাড়ানো হলেও বহু বেসরকারি স্কুলে অনলাইনে বা অফলাইনে আবার কোথাও কোথাও হাইব্রিড মাধ্যমেও পড়াশোনা চলতে থাকে । 27 জুনের আগেই রাজ্যের কয়েকটি বেসরকারি স্কুল গত সোমবার থেকে খুলেছে । মূলত সিএনআইয়ের অধীনের স্কুলগুলিতে 20 জুন থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে । তবে আজ থেকে খুলে গেল রাজ্যের সমস্ত স্কুল ৷

একদিকে যেমন শেষ হল গরমের ছুটি অন্যদিকে করোনা নিয়ে আবারও চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের কপালে । তাই স্কুল খোলার ক্ষেত্রে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা ৷ সেই নির্দেশিকায় স্কুলকে ভালো করে সংক্রমণমুক্ত ও পরিষ্কার করার কথা বলা হয়েছে । স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী ও পড়ুয়া যাঁদের করোনার টিকা প্রয়োজন, তাঁদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে । পরতে হবে মাস্ক এবং প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে (Schools reopen after long summer vacation in West Bengal)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.