ETV Bharat / city

Calcutta High Court: আদালতের গুঁতোয় যোগ্যদের নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশনের

author img

By

Published : Sep 28, 2021, 8:12 PM IST

School Service Commission give appointment letter to eligible candidates after getting notice for contempt of court
আদালত অবমাননার নোটিস যেতেই যোগ্যদের নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশনের

আদালত অবমাননার নোটিস স্কুল সার্ভিস কমিশনকে ৷ আর তার পরেই যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দিল স্কুল সার্ভিস কমিশন ৷ 2016 সালের বিজ্ঞপ্তির নিরিখে স্কুল সার্ভিস কমিশনের নেওয়া পরীক্ষার প্রশ্নপত্র ভুল ছিল ৷ যা নিয়ে আদালতে মামলা হয় ৷ সেই মামলার রায় কার্যকর না করায় স্কুল সার্ভিস কমিশনকে নোটিশ পাঠায় মামলাকারীদের আইনজীবী ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর : আদালত অবমাননার নোটিশ যেতেই চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিল স্কুল সার্ভিস কমিশন ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফের বেঞ্চের দেওয়া নির্দেশের চার মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ অভিযোগ, তার পরেও আদালতের রায় কার্যকর করছিল না স্কুল সার্ভিস কমিশন ৷ এনিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী ৷ আদালত অবমাননার নোটিশ পেয়ে তড়িঘড়ি চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিল স্কুল সার্ভিস কমিশন ৷

প্রসঙ্গত, 2016 সালের বিজ্ঞপ্তির নিরিখে স্কুল সার্ভিস কমিশন প্রায় 16 হাজার শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল ৷ কিন্তু, স্কুল সার্ভিস কমিশনের সেই পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করেন চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা ৷ কিন্তু, স্কুল সার্ভিস কমিশন তাদের সেই ভুল স্বীকার করতে চাননি ৷ তার পরেই চাকরিপ্রার্থীরা 2019 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ সেই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী আদালতে প্রমাণ করেছিলেন যে, কমিশনের করা ইতিহাসের ওই প্রশ্নটি ভুল ছিল ৷ প্রমাণ হিসেবে তিনি, বিভিন্ন লেখকরে লেখা ইতিহাসের একাধিক পাঠ্যবই তুলে ধরেন ৷ সেখানে দেখা যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্রের প্রশ্ন ভুল ছিল ৷

আরও পড়ুন : Kolkata Rain fall: বৃষ্টিতে 24 ঘণ্টা সচল থাকবে পাম্পিং স্টেশন, নজরদারিতে ফিরহাদ

এর পর মামলাকারী অনিতা বিশ্বাস-সহ একাধিক চাকরিপ্রার্থীর আবেদন খতিয়ে দেখে বিচারপতি শেখর ববি শরাফ তাঁর রায় দিয়েছিলেন ৷ সেখানে তিনি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, ভুল প্রশ্নের নম্বর যোগ করে কোনও প্রার্থী যদি যোগ্য বলে বিবেচিত হন, তবে তাঁকে নিয়োগপত্র দিতে হবে ৷ কিন্তু, আদালতের সেই রায়ের পর চার মাস অতিক্রান্ত হয়ে গিয়েছিল ৷ কিন্তু, স্কুল সার্ভিস কমিশনের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি এনিয়ে ৷ যার পরেই মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী আদালতের দ্বারস্থ হন এবং কমিশনকে আদালত অবমাননার নোটিশ পাঠান ৷ সেই নোটিশ পেয়েই তোড়জোড় শুরু করে স্কুল সার্ভিস কমিশন ৷ সব প্রক্রিয়া শেষ করে আজ যোগ্যদের নিয়োগপত্র দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে ৷

আরও পড়ুন : Ghoom Festival: উৎসবের মরশুমে পাহাড়ে পর্যটক টানতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.