ETV Bharat / city

Supreme Court on Suvendu Adhikari : সুপ্রিম কোর্টেও বহাল শুভেন্দু অধিকারীর ‘রক্ষাকবচ’

author img

By

Published : Dec 13, 2021, 5:48 PM IST

sc-refuses-to-interfere-with-cal-hc-stay-on-cases-against-bjp-leader-suvendu-adhikari
Supreme Court on Suvendu Adhikari : সুপ্রিম কোর্টেও বহাল শুভেন্দু অধিকারীর ‘রক্ষাকবচ’

গ্রেফতারি সংক্রান্ত ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘রক্ষাকবচ’ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ সুপ্রিম কোর্টও শুভেন্দু অধিকারীর ‘রক্ষাকবচ’ বহাল রেখেছেন (sc refuses to interfere with cal hc stay on cases against bjp leader suvendu adhikari) ৷

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও লাভ হল না পশ্চিমবঙ্গ সরকারের ৷ তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা সোমবার শুনতেই চাইল না শীর্ষ আদালত (sc refuses to interfere with cal hc stay on cases against bjp leader suvendu adhikari) ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপর হস্তক্ষেপ করতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েকমাসে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (WB Leader of Opposition Suvendu Adhikari) বিরুদ্ধে 5টি মামলা দায়ের হয় ৷ এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন নন্দীগ্রামের বিধায়ক ৷ কলকাতা হাইকোর্ট ওই মামলায় শুভেন্দুকে রক্ষাকবচ দেয় ৷ রাজ্য সরকারকে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যে গ্রেফতার বা ওই মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে গেলে ৷

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল ৷ পরে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার ৷ সেখানেও সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বহাল রাখে ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : Suvendu Adhikari: হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর, গ্রেফতারি সংক্রান্ত রক্ষাকবচ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

এর পর কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ সোমবার সেই মামলার শুনানি ছিল ৷ আদালত সূত্রে খবর, সেখানে রাজ্যের আইনজীবী জানান যে হাইকোর্টের নির্দেশে তদন্ত থমকে গিয়েছে ৷ সেখানে সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতে রাজি নয় বলে জানিয়েছে ৷ কলকাতা হাইকোর্টে ফের আবেদন করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, যাতে এই মামলার শুনানি দ্রুত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.