ETV Bharat / city

Saugata on Crime Against Women : মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটি নারী নির্যাতনও লজ্জার, 'বেসুরো' সৌগতর মন্তব্যে তোলপাড়

author img

By

Published : Apr 14, 2022, 3:17 PM IST

Updated : Apr 14, 2022, 4:30 PM IST

saugata roy expresses concern over bengal crime against women
Saugata on Crime Against Women : মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও নারী নির্যাতন লজ্জার, বিস্ফোরক মন্তব্য সৌগতর

নারী নির্যাতন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) অস্বস্তিতে ফেললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy) ৷ তাঁর বিস্ফোরক মন্তব্য, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটি নারী নির্যাতনও লজ্জার (Saugata Roy Expresses Concern Over Bengal Crime Against Women) ৷

কলকাতা, 14 এপ্রিল : গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে ঘটা একাধিক নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৌগত রায় (Saugata Roy Expresses Concern Over Bengal Crime Against Women) ৷ তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান সাংসদের বক্তব্য, ‘‘যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে একটাও যদি ঘটনা ঘটে, সেটা আমাদের পক্ষে খুব লজ্জার হবে ৷’’

সৌগত রায় দমদমের সাংসদ ৷ তাঁর সংসদীয় এলাকার মধ্যে দক্ষিণেশ্বর থানার উদ্বোধনে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর সঙ্গেই ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (দক্ষিণেশ্বর কামারহাটি বিধানসভারই অন্তর্গত) ৷

সৌগত রায় বলেন, ‘‘সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের খবর নিয়ে ৷ এখানে একদম জিরো টলারেন্স করতে হবে ৷ কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরোতম ব্যবস্থা নিতে হবে ৷’’

মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও নারী নির্যাতন লজ্জার, 'বেসুরো' সৌগতর মন্তব্যে শোরগোল

এর পরই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানেন তিনি ৷ বলেন, ‘‘ যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে একটাও যদি ঘটনা ঘটে, সেটা আমাদের পক্ষে খুব লজ্জার হবে ৷ আমি আশা করি পুলিশ, প্রশাসন সেই দিকে নজর রাখবে ৷’’

সৌগতর এই মন্তব্যের পরই নানা মহলে জল্পনা ছড়িয়েছে ৷ কারণ, সম্প্রতি হাঁসখালি গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক হয়েছে ৷ তাছাড়া মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে কেন নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে, সেই প্রশ্ন তুলছে বিরোধীরাও ৷ তাই সৌগত রায়ও কেন এমন মন্তব্য করলেন, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷

আরও পড়ুন : CBI Probe into Hanskhali Gang Rape : গণধর্ষণ-কাণ্ডের তদন্তে হাঁসখালি রওনা আরও এক সিবিআই প্রতিনিধিদলের

Last Updated :Apr 14, 2022, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.