ETV Bharat / city

RSS in Bengal : বঙ্গ বিজেপিতে আস্থা নেই, রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ হাতে তুলে নিল আরএসএস

author img

By

Published : Feb 21, 2022, 9:33 PM IST

RSS in Bengal
বঙ্গ বিজেপিতে আস্থা নেই, রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ হাতে তুলে নিল আরএসএস

গত নভেম্বরে দিনকয়েকের সফরে বাংলায় এসেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat visited Kolkata on November)। বাংলায় সঙ্ঘের সংগঠন বৃদ্ধিতে একাধিক পরিকল্পনা তখনই তিনি করে গিয়েছেন বলে সূত্রের খবর।

কলকাতা, 21 ফেব্রুয়ারি : রাজ্যের বিজেপি সংগঠনের প্রতি কোনওরকম আস্থা নেই ৷ অগত্যা পশ্চিমবঙ্গে সংগঠন বৃদ্ধির কাজ হাতে তুলে নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) ৷ সংগঠন বৃদ্ধিতে এবার নাগপুরের উদ্যোগে নিজেরাই রাজ্য জুড়ে চালাবে বিশেষ সমীক্ষা (RSS took over the survey activity in WB to strengthen the organization)।

  • কেমন হবে এই সমীক্ষা ?

আরএসএস সংগঠনের কী কী কাজ হচ্ছে বাংলায়, কতজন সক্রিয় স্বয়ংসেবক সদস্য সংগঠনের কাজ থেকে অব্যাহতি নিয়েছেন, বাংলায় সংগঠনের কাজে কোনও অসুবিধা হচ্ছে কি না ? কীভাবে রাজ্যজুড়ে আরএসএস-এর সংগঠনকে আরও মজবুত করা যায় । গ্রামবাংলার প্রত্যন্ত এলাকায় মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়। এই সমস্ত বিষয়ে রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রেই চলবে এই সমীক্ষা করা হবে । সে কারণে রাজ্যের 444 টি ব্লকের প্রত্যেকটিতে 2 জন করে কর্মী নিয়োগ করছে আরএসএস ।

সঙ্ঘ সূত্রে খবর, নাগপুর থেকেই বাংলায় আসবে বিশেষ টিম । তাঁরাই এই সমীক্ষা চালাবে । এরপর দিল্লি থেকেই আরও একটি টিম আসবে বাংলায়। ছ'মাস ধরে রাজ্যজুড়ে এই সমীক্ষা করা হবে। সমীক্ষার রিপোর্ট জমা হবে নাগপুরে । সমীক্ষার রিপোর্ট মোতাবেক বাংলায় সংগঠন বৃদ্ধির কাজ শুরু হবে । মূলত 2024 লোকসভা নির্বাচনের আগে বাংলায় আরএসএস সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ গৃহীত হয়েছে বলে খবর ।

আরও পড়ুন : RSS West Bengal : এবার বামেদের ধাঁচে পশ্চিমবঙ্গে সর্বক্ষণের কর্মী নিয়োগ করবে আরএসএস

গত নভেম্বরে দিনকয়েকের সফরে বাংলায় এসেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat visited Kolkata on November) । বাংলায় সঙ্ঘের সংগঠন বৃদ্ধিতে একাধিক পরিকল্পনা তখনই তিনি করে গিয়েছেন বলে সূত্রের খবর । বাংলায় সঙ্ঘ নেতৃত্বকে একাধিক কাজও দিয়ে যান তিনি । ওই সফরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকারের সঙ্গে বৈঠকও করেছিলেন সঙ্ঘ প্রধান ।

বাংলায় সঙ্ঘের এক প্রবীণ সদস্য এ ব্যাপারে বলেন, "বাংলায় আগে যে পদ্ধতিতে কাজ হত তাতে একটু বদল আনা দরকার । বাংলার মানুষ কী চাইছে, তার একটা সমীক্ষা প্রয়োজন ৷ বাংলার হিন্দুদের মন বুঝতে এই সমীক্ষা ভীষণই প্রয়োজনীয়। আমরা বারংবার দাবি জানিয়ে এসেছি এ ব্যাপারে । আশা করি এমনটা হলে আরএসএসের সংগঠন আরও শক্তিশালী হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.