ETV Bharat / city

RSS Expansion Plan : বাংলা থেকেই সাত রাজ্যে সংগঠন বিস্তারের পরিকল্পনা আরএসএসের

author img

By

Published : Feb 10, 2022, 9:11 PM IST

rss-organisational-expansion-plan-before-lok-sabha-polls
RSS Expansion Plan : বাংলা থেকেই সাত রাজ্যে সংগঠন বিস্তারের পরিকল্পনা আরএসএসের

যেহেতু ভৌগোলিকভাবে কলকাতা বা বাংলার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরএসএস সূত্রে খবর (RSS Organisational Expansion Plan before Lok Sabha Polls) ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি : সাতটি রাজ্যের সঙ্ঘের কর্মকাণ্ড পরিচালিত হবে বাংলা থেকেই । লোকসভা নির্বাচনের আগে সংগঠন বিস্তারের কাজে গতি আনতে কার্যত বেনজির পথে হাঁটছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস (RSS Organisational Expansion Plan before Lok Sabha Polls) ৷

সঙ্ঘের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ত্রিপুরা, সিকিম, অসম, বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সঙ্ঘের সমস্ত কাজকর্ম হবে কলকাতার দফতর থেকে । বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কলকাতার সঙ্গে যোগযোগ রেখে চলতে হবে ওই সমস্ত রাজ্যের আরএসএস কার্যকর্তাদের ৷ গুরুত্বপূর্ণ বৈঠকও হবে কলকাতাতেই ।

সঙ্ঘের কার্যকলাপের সঙ্গে জড়িতদের অনেকেই মনে করেন এই ধরনের পদক্ষেপ সাম্প্রতিক অতীতে আর কখনও করা হয়নি । কিন্ত এবার সেই পথেই হাঁটল আরএসএস (RSS)। হঠাৎ এমন সিদ্ধান্ত হল কেন ? তারও নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন আরএসএসের এক শীর্ষ নেতা ।

তিনি বলেন, ‘‘কলকাতা পূর্ব ও উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার । এখান থেকে দেশের যে কোনও অংশে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়, তাই কলকাতা এই কয়েকটি রাজ্যের হেড কোয়ার্টার হলে শীর্ষ নেতাদের পক্ষে নজরদারি করা সুবিধাজনক হবে । দ্রুত কলকাতায় এসে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাঁরা অন্য কাজে চলে যেতে পারবেন ।

এর পাশাপাশি আরও কয়েকটি সম্ভবনার কথা শোনা যাচ্ছে, আরএসএসের (Rashtriya Swayamsevak Sangh) অন্দরে । রাজ্যস্তরের এক প্রবীণ সংগঠক জানালেন, অদূর ভবিষ্যতে এই সমস্ত রাজ্যে সংগঠন বিস্তারে প্রভূত সুযোগ রয়েছে । এই অবস্থায় প্রয়োজন ছিল একটি বড় সিদ্ধান্তের । তাই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে ।

রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভালো ফল না হওয়ায় ফের ঘুরে দাঁড়াতে আরএসএসের আরও সক্রিয় সাহায্য লাগবে বিজেপির (BJP) । অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে ঢেলে সাজালে তার সরাসরি প্রভাব পড়তে পারে ভোটের ফলের উপর । তাই আগে থেকেই নির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার কাজ শুরু করছে আরএসএস । তাই আরএসএসের নতুন পদক্ষেপ আগামিদিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারে কি না সেটাই এখন দেখার ।

আরও পড়ুন : 2024 Lok Sabha elections: 9 দিনের বঙ্গ সফরে মোহন ভগবত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.