ETV Bharat / city

RSS Organisational Survey : বঙ্গ বিজেপির উপর ভরসা হারিয়ে নির্বাচনী সমীক্ষার ভার নিল আরএসএস

author img

By

Published : Apr 25, 2022, 9:15 PM IST

rss-going-to-conduct-a-organisational-survey-in-bengal
RSS Organisational Survey : বঙ্গ বিজেপির উপর ভরসা হারিয়ে নির্বাচনী সমীক্ষার ভার নিল আরএসএস

2024 সালের লোকসভা নির্বাচনকে (Lok Sabha Elections 2024) সামনে রেখে সংগঠন গোছানোর কাজ শুরু করেছে গেরুয়া শিবির ৷ বাংলায় গেরুয়া শিবিরের অবস্থা ঠিক কী, তা জানতে আরএসএসের তরফে সমীক্ষা হতে চলেছে (RSS going to Conduct a Organisational Survey in Bengal) ৷

কলকাতা, 25 এপ্রিল : বঙ্গ বিজেপির প্রতি কোনও ভরসা নেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh) ৷ তাই 2024-এর লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের সংগঠনের হাল ঠিক কী, তা জানতে এবার নিজেরাই আসরে নামছে আরএসএস (RSS going to Conduct a Organisational Survey in Bengal) ৷ রাজ্যজুড়ে এই নিয়ে তারা সমীক্ষা করতে চলেছে ৷ আরএসএস সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রের দাবি, আরএসএসের বঙ্গ শাখার এই উদ্যোগে অনুমোদনও চলে এসেছে নাগপুর থেকে ৷

আরএসএসের (RSS) ওই সূত্রের দাবি, এই সমীক্ষায় নির্দিষ্ট কিছু প্রশ্ন রাখা হচ্ছে ৷ জানতে চাওয়া হবে, আরএসএসের সংগঠনের কী কী কাজ হচ্ছে বাংলায় ? কত জন সক্রিয় স্বয়ংসেবক সংগঠনের কাজ না করে বসে গিয়েছেন ? বাংলায় সংগঠনে কাজে কোনও অসুবিধা হচ্ছে কী ? কী কী ভাবে রাজ্যজুড়ে আরএসএসের সংগঠনকে আরও মজবুত করা যায় ? বাংলায় কী কী কাজ করা দরকার ? প্রত্যন্ত গ্রাম-বাংলায় মানুষের পাশে কিভাবে পাশে দাঁড়ানো যায় ?

আরএসএস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভায় এই সমীক্ষা হবে ৷ এর জন্য রাজ্যের 444 টি ব্লকে 2 জন করে কর্মী নিয়োগ করা হচ্ছে । এছাড়া সমীক্ষার জন্য নাগপুর থেকে বাংলায় আসবে বিশেষ টিম । তাঁরাই এই সমীক্ষা চালাবে । এর পর দিল্লি থেকে আরেকটি টিম আসবে । ছয় মাস ধরে গোটা রাজ্যজুড়ে এই সমীক্ষা করা হবে । সেই সমীক্ষার রিপোর্ট নাগপুরে জমা হবে । তার পরই বাংলায় আরএসএসের পক্ষ থেকে সংগঠন বৃদ্ধিতে কাজ শুরু হবে ।

মূলত, 2024-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে বাংলায় আরএসএসের সংগঠনকে আবারও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর । সূত্রের খবর, সম্প্রতি বাংলায় এসেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat) । বাংলার আরএসএসের সংগঠন বৃদ্ধিতে একাধিক পরিকল্পনা করেন । বাংলায় আরএসএসের নেতৃত্বকে একাধিক কাজও দিয়ে যান তিনি ।

বাংলা আরএসএসের এক প্রবীণ সদস্য বলেন, "বাংলায় আগে যে পদ্ধতিতে কাজ হত । সেখানে একটু বদল আনা দরকার । তার জন্য বাংলায় মানুষ কী চাইছে ? সেটা সমীক্ষা করা দরকার ৷ বাংলার হিন্দুদের মন বুঝতে এই সমীক্ষা করা খুবই দরকার ছিলও । তাই এই সমীক্ষাটা আমরাই বারবার দাবি করেছিলাম । আশা করি এটা হলে আরএসএসের সংগঠন আরও শক্তিশালী হবে ৷’’

আরও পড়ুন : RSS Headquarter in Bengal : বাংলার কেশব ভবন থেকেই উত্তর-পূর্ব ভারতের 7 রাজ্যের কাজে আরএসএস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.