ETV Bharat / city

Mohan Bhagwat : চারদিনের সফরে বাংলায় আসছেন মোহন ভাগবত, খোঁজ নেবেন বিজেপির সংগঠনের

author img

By

Published : May 17, 2022, 5:43 PM IST

2024 সালের লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) ভালো ফলের লক্ষ্যে এখন থেকে ঘর গোছাচ্ছে গেরুয়া শিবির ৷ সেই কারণে সংগঠনের হাল হকিকৎ জানতে বাংলায় আসছেন আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবত ।

কলকাতা, 17 মে : আজ রাজ্যে আসছেন আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat) । আজ সন্ধ্যা 6টা নাগাদ তিনি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ৷ চারদিন তিনি বাংলায় থাকবেন এবার (RSS Chief Mohan Bhagwat will be at Bengal for 4 days Visit from today) ৷ এবারের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ও খড়গপুরে সঙ্ঘের একাধিক কর্মসূচি ৷

এই নিয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বলেন, "আরএসএসের সাংগঠনিক কাজেই সঙ্ঘ প্রধান মোহন ভাগবত রাজ্যে আসছেন । পুরোটাই সাংগঠনিক বৈঠক । এটা পুরোপুরি সঙ্ঘের নিজস্ব কর্মসূচি । আমিও ওঁর সঙ্গে সাক্ষাত করব ৷"

দিলীপ ঘোষ যতই বলুন সঙ্ঘের নিজস্ব কর্মসূচি, কিন্তু আরএসএস (RSS) সূত্রে খবর, এই সফরের সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে প্রবল ৷ 2024-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে গেরুয়া শিবিরের সংগঠনকে আরও মজবুত করাই লক্ষ্য মোহন ভাগবতের ৷ তাই তিনি সংগঠনের নানা তথ্য সংগ্রহ করতে আসছেন ৷ রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের সাংগঠনিক রিপোর্ট নেবেন ৷ সেই মতো আগামী দু’বছর কীভাবে এগোলে বাংলায় ভালো ফল করা যাবে, তার দিক নির্দেশ দেবেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির ফল ছিল চমকপ্রদ ৷ 18টি আসনে জয় পায় গেরুয়া শিবির ৷ সেই সাফল্যের উপর ভর করে বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি ৷ কিন্তু বাংলার বিধানসভা ভোটে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি ৷ পেয়েছে মাত্র 77টি আসন ৷

তার পর সময় যত এগিয়েছে, ততই একের পর এক উপ-নির্বাচন ও পৌর নির্বাচনে খারাপ ফল করেছে বিজেপি ৷ তার উপর বারবার প্রকাশ্যে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব ৷ তাই বাংলায় এখন বিজেপির সামগ্রিক পরিস্থিতি নিয়ে চিন্তিত আরএসএস ৷ তাই এই বিষয়টি নিয়ে মোহন ভাগবত খোঁজখবর নেবেন বলেও খবর ৷

আরএসএসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সেই কারণে বাংলায় বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে ডাকা হয়েছে ৷ তাঁর সঙ্গে সংগঠনের বিষয়ে কথা বলবেন মোহন ভাগবত ৷ তাছাড়া বাংলায় গেরুয়া সংগঠনের বিস্তারিত রিপোর্ট রাজ্যে আরএসএসের দায়িত্বে থাকা রমাপদ পাল মোহন ভাগবতের কাছে জমা দেবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : RSS - BJP : বাংলা-অসম-ত্রিপুরায় বিজেপির সংগঠন সামলাতে মাঠে নামছে সংঘ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.