ETV Bharat / city

উদ্ধার কোটি টাকার গয়না

author img

By

Published : Oct 20, 2020, 12:48 PM IST

Updated : Oct 20, 2020, 1:08 PM IST

একটি বাড়ি থেকে উদ্ধার হল 1.6245 কোটি নগদ টাকা । সঙ্গে গয়নাও উদ্ধার হয়েছে ।

Kolkata
প্রতীকী ছবি

কলকাতা, 20 অক্টোবর : পার্ক স্ট্রিটে একটি বাড়ি থেকে উদ্ধার দেড় কোটিরও বেশি নগদ টাকা । একইসঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু সোনার গয়না, দু'টি ল্যাপটপ, দু'টি স্মার্টফোন । মূল অভিযুক্ত পলাতক । তার খোঁজে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ।

বিশেষ সূত্রে খবর পেয়েছিল কলকাতা পুলিশ । সেই মতোই গতরাতে পার্ক স্ট্রিটের ইলিয়ট রোডে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা ।

তল্লাশিতে উদ্ধার হয় নগদ 1.6245 কোটি টাকা । একই সঙ্গে প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছে । দু'টি ল্যাপটপ এবং দু'টি স্মার্টফোনও উদ্ধার করেছে পুলিশ । মূল অভিযুক্ত মহম্মদ ইমরান অবশ্য পলাতক । তার পরিবার এই পরিমাণ নগদ টাকার কোনও হিসেব দিতে পারেনি । কোন সূত্র দিয়ে ওই টাকায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশের প্রাথমিক সন্দেহ, ওই টাকা হাওয়ালার । ইমরান হাওয়ালা ব্যবসার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে । না কি ইমরানের সঙ্গে যোগ রয়েছে আরও বড় কোনও চক্রের? সবটাই খতিয়ে দেখছে স্পেশাল টাস্কফোর্স ।

Last Updated : Oct 20, 2020, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.