ETV Bharat / city

Roddur Roy : মমতা-অভিষেককে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার রোদ্দুর রায়

author img

By

Published : Jun 7, 2022, 3:25 PM IST

Updated : Jun 7, 2022, 9:18 PM IST

গোয়া থেকে গ্রেফতার হলেন জনপ্রিয় ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy arrested from Goa) ৷ আগামিকাল তাকে কলকাতায় আনা হচ্ছে ৷

Roddur Roy News
গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায়

কলকাতা, 7 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ‘কুরুচিকর মন্তব্য’ করেছিলেন ৷ এই অভিযোগেই এবার গোয়া থেকে গ্রেফতার হলেন জনপ্রিয় ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy arrested from Goa) ৷ প্রসঙ্গত, গত শনিবার রোদ্দুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত ।

দিনকয়েক ধরেই ‘কেকে’ ইস্যুতে উত্তাল তিলোত্তমা ৷ জনপ্রিয় গায়কের মৃত্যুতে রূপঙ্কর বাগচিকে বিঁধছে আমজনতা ৷ সেই বিতর্ক নিয়েই একটি ফেসবুক লাইভ করেন রোদ্দুর রায় ৷ কয়েক মিনিটের ওই লাইভে সাম্প্রতিক বিতর্কের পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্দেশ্যেই কিছু কথা বলেন তিনি ৷ যা নিছকই বাজারচলতি কিছু অশ্রাব্য শব্দ ৷

Roddur Roy arrest News
তৃণমূলের মুখপাত্র ঋজু দত্তের করা অভিযোগ

তারপরেই রোদ্দুরের নামে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন ঋজু দত্ত ৷ সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, শুধু মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মদন মিত্র-পার্থ চট্টোপাধ্যায়-ফিরহাদ হাকিমকেও অশ্লীল শব্দে আক্রমণ করেন রোদ্দুর ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই ভাষা রোদ্দুর রায়ের মুখে প্রায়ই শোনা যায় ৷

Roddur Roy arrest News
রোদ্দুর রায়ের গ্রেফতারির নিন্দা করেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি

আরও পড়ুন : "অসভ্য, বর্বর চরিত্রের মানুষ", রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ শ্রীরামপুর থানায়

সেই অভিযোগের ভিত্তিতেই জনপ্রিয় ইউটিউবারকে গোয়া থেকে গ্রেফতার করে পুলিশ ৷ আগামিকাল তাকে কলকাতায় আনা হচ্ছে ৷ অন্যদিকে, রোদ্দুর রায়ের গ্রেফতারির নিন্দা করেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি ৷ তারা জানিয়েছে, ‘‘শিল্পী রোদ্দুর রায়ের গ্রেফতারকে শিল্পীর স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর আক্রমণ বলে মনে করি । রোদ্দুর রায়ের মত প্রকাশের ভাষা নিয়ে কারও আপত্তি থাকতেই পারে । সেজন্য কেউ তাঁকে উপযুক্ত ফোরামে সমালোচনাও করতে পারেন । কিন্তু পুলিশ দিয়ে, জেলে পুরে কারও কন্ঠ রূদ্ধ করা বা তাঁর ভাষা বা প্রকাশ ভঙ্গি বদলানোর এই চেষ্টা মোটেই গ্রহণযোগ্য নয় ।’’

Last Updated : Jun 7, 2022, 9:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.