ETV Bharat / city

Kumartuli News: কুমোরটুলি থেকে রেকর্ড সংখ্যক দুর্গা প্রতিমার বিদেশযাত্রা এবার

author img

By

Published : Sep 5, 2022, 10:53 PM IST

Record number of Durga idol travelling abroad from Kumartuli
Kumartuli

বিগত দু'বছর ধরে করোনার প্রকোপ কাটিয়ে কুমোরটুলির ছবিটা এ বছর অনেকটা অন্যরকম ৷ অতিমারির ফলে সেরকমভাবে প্রতিমার বায়না না হওয়ায় মনমরা হয়ে পড়েছিলেন মৃৎশিল্পীরা ৷ এখন দেশে খানিক কমেছে করোনার প্রকোপ ৷ এর ফলে ছন্দে ফিরেছে কুমোরটুলি (Kumartuli) ৷ রেকর্ড সংখ্যক দুর্গা প্রতিমা (Durga Idol) পাড়ি দিচ্ছে বিদেশে ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর: করোনাকালের স্মৃতি ভুলে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন । একইভাবে প্রাণ ফিরে পেয়েছে কুমোরটুলিও (Kumartuli) ৷ সেখানে পুজোর আগের ব্যস্ততা বা ঠাকুর বায়নার ক্ষেত্রে পুরনো ছবির দেখা মিলছে । শিল্পী কারিগরদের মুখে হাসি হয়েছে চওড়া ।

বারোয়ারি বা বাড়ির পুজো থেকে প্রতিমার বরাত এসেছে বিগত বছরগুলির থেকে অনেক বেশি ৷ কুমোরটুলি থেকে চলতি বছরে বিদেশে পাড়ি দিচ্ছে রেকর্ড সংখ্যক দুর্গা প্রতিমা (Durga Idol) ৷ ইতিমধ্যে প্রায় 167টির বেশি প্রতিমা পাড়ি দিয়েছে বিভিন্ন দেশে । এখনও বেশ কয়েকটি প্রতিমার যাওয়া বাকি ।

করোনার দাপটে মা দুর্গার আরাধনাতেও কোপ পড়েছিল বিগত দু'বছর ৷ পুজো কোনওমতে ছোট করে সেরেছিল বেশিরভাগ পুজো কমিটি । তবে এবছর আশ্বিনের শারদ প্রাতে বদলে যাচ্ছে অনেককিছুই ৷ কুমোরটুলির শিল্পী থেকে কারিগর বা কাঁচামাল বিক্রেতারা হালে পানি পেয়েছেন । কুমোরটুলির গলি থেকে আমেরিকা, কানাডা-সহ বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে শতাধিক দুর্গা । শিল্পী মিন্টু পাল, কৌশিক ঘোষ, সুবল পাল, বাসুদেব পাল, সনাতন পাল, প্রদীপ রুদ্রদের প্রতিমাও যাচ্ছে সাত সমুদ্র তেরো নদীর পারে ।

Record number of Durga idol travelling abroad from Kumartuli
প্রায় 167টির বেশি প্রতিমা পাড়ি দিয়েছে বিভিন্ন দেশে

কুমোরটুলি মৃৎশিল্পী সমিতি সূত্রে জানা গিয়েছে, করোনা পর্বের আগে 2019-এ 137টি প্রতিমা বিদেশ পাড়ি দিয়েছিল কুমোরটুলি থেকে । তারপর দু'বছর করোনার জেরে থমকে গেছিল জনজীবন । 2020-এ 26-27টি প্রতিমা মাত্র বিদেশে পাড়ি দেয় । 2021-এ 110টির মতো । এবার সেই সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়েছে । 2022-এ 165টি প্রতিমা পাড়ি দিচ্ছে ভিন দেশে । এর মধ্যে অধিকাংশ যাচ্ছে আমেরিকা ও ইংল্যান্ডে । এছাড়াও তালিকায় আছে দুবাই, কানাডা, ইতালি, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, নিউজিল্যান্ড (Record number of Durga idol travelling abroad from Kumartuli) ।

কুমোরটুলি থেকে রেকর্ড সংখ্যক দুর্গা প্রতিমার বিদেশযাত্রা

আরও পড়ুন: করোনার প্রকোপ কাটিয়ে ছন্দে ফিরছে কুমোরটুলি

কুমোরটুলি মৃৎশিল্পী সমিতির সম্পাদক সুজিত পাল বলেন, "গত দু'বছরের অবস্থার পরিবর্তন হয়েছে । শুধু তাই নয়, 2019 এর তুলনায় অনেকটাই বেড়েছে বিদেশে প্রতিমা নিয়ে যাওয়া । এখন পর্যন্ত 160টির বেশি প্রতিমা গিয়েছে । আর বেশ কয়েকটি যাবে । ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পেরে খুশি শিল্পীরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.