Jayprakash Joins TMC : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই সহ-সভাপতি জয়প্রকাশ

author img

By

Published : Mar 8, 2022, 1:02 PM IST

Updated : Mar 8, 2022, 8:43 PM IST

rebel bjp leader jayprakash majumder may join tmc today

নজরুল মঞ্চে আজ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে (TMC Working Committee Meeting)। সেখানেই জয়প্রকাশ মজুমদার তৃণমূলে (Mamata Banerjee) সামিল হলেন ৷

কলকাতা, 8 মার্চ : ফের ভাঙনে বঙ্গ-বিজেপিতে ৷ এবার গেরুয়া শিবির ছাড়লেন জয়প্রকাশ মজুমদার ৷ আজ, মঙ্গলবার তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (Rebel BJP Leader Jayprakash Majumder may Join TMC Today) ৷ তৃণমূলে যোগ দিয়েই সহ-সভাপতি হলেন জয়প্রকাশ ৷

আজ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে (TMC Working Committee Meeting) । এই বৈঠকে উপস্থিত রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ শীর্ষ নেতৃত্ব । তাঁদের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন বিদ্রোহী এই বিজেপি নেতা ।

প্রসঙ্গত, গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তেওয়ারিরা । শাস্তির কোপে পড়েছিলেন ৷ সূত্রের খবর, বিজেপির তরফে রীতেশ তেওয়ারিকে নিয়ে কিছুটা নরম অবস্থান নেওয়া হলেও জয়প্রকাশ মজুমদার নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিজেপি । এই অবস্থায় তৃণমূলে নাম লেখালেন জয়প্রকাশ মজুমদার ৷

এর আগে জয়প্রকাশকে সাসপেন্ড করেছিল বিজেপি ৷ তাঁর তৃণমূলে যোগদানের খবর প্রকাশ্যে আসার পর জয়প্রকাশকে বহিষ্কার করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি রাজ্য বিজেপি ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘উনি আগেও দল পরিবর্তন করেছেন । এখনও করলেন ৷ আশা করি ভবিষ্যতেও করবেন । উনি পার্টি থেকে সাময়িক বরখাস্ত ছিলেন । নতুন করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷"

আরও পড়ুন : Tathagata on BJP Leaders Secret Meeting : দলের ভিতরে পচন ধরার কুফল, লকেটের সঙ্গে বিক্ষুব্ধদের বৈঠক প্রসঙ্গে তথাগত

Last Updated :Mar 8, 2022, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.