ETV Bharat / city

By-Election : এখনই উপ-নির্বাচন করতে প্রস্তুত, কমিশনকে জানাল রাজ্য

author img

By

Published : Sep 1, 2021, 8:42 PM IST

বঙ্গের বেশ কয়েকটি আসনে ভোট বকেয়া ৷ দু’টি আসনে নির্বাচন হবে ৷ বাকিগুলিতে উপ-নির্বাচন ৷ রাজ্যে নির্বাচনের পরিস্থিতি রয়েছে, এই নিয়ে বুধবার বৈঠক হল কমিশন ও রাজ্যের আধিকারিকদের মধ্য়ে ৷ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও ৷

west bengal state election commission said to eci that ready to conduct by election
By-Election : এখনই উপ-নির্বাচন করতে প্রস্তুত, কমিশনকে জানাল রাজ্য

কলকাতা, 1 সেপ্টেম্বর : উপনির্বাচনের (By Election) জন্য প্রস্তুত রাজ্য নির্বাচন দফতর । উপনির্বাচন করতে হলে এখনই করা হোক । কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (Election Commission) কর্তাদের সঙ্গে হওয়া বৈঠকে বুধবার এমনই জানিয়েছেন এ রাজ্যের কমিশন কর্তারা । সাতটি রাজ্য-সহ এ রাজ্যের ডেপুটি সিইওদের সঙ্গে এ দিন বৈঠক করে কমিশন । সূত্রের খবর, সেই বৈঠকেই আগামী সময় পুজোর ছুটির কথা উল্লেখ করে এখনই নির্বাচনের পক্ষে সায় দেন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের কর্তারা ।

সূত্র মারফত জানা গিয়েছে, বুধবারের বৈঠকে মূল তিনটি বিষয় জানতে চাওয়া হয় কমিশনের পক্ষ থেকে । প্রথমত, রাজ্যে কোভিড (Covid-19) পরিস্থিতি কেমন ? দ্বিতীয়ত, পুজোর ছুটি কবে থেকে কতদিন পর্যন্ত ? তৃতীয়ত, রাজ্যে বন্যার পরিস্থিতি এখন কেমন ?

আরও পড়ুন : Mamata Banerjee : প্রয়োজনে পোলিয়ো অভিযানের মতোই হবে শিশুদের টিকাকরণ, আশ্বাস মমতার

যারা ভোটের কাজে যুক্ত, সবাইকে ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়া হয়েছে কি না, সে প্রসঙ্গও উঠে আসে বৈঠকে । রাজ্যের কমিশন কর্তারা জানিয়েছেন, তাঁরা ভোট করতে প্রস্তুত । এই মুহূর্তে ভোট হলে সমস্যা নেই । কারণ, অক্টোবরে 10 থেকে 24 তারিখ পর্যন্ত ছুটি থাকছে দফতরে । ফলে এখনই ভোটের দিন ঘোষণা হলে 24 দিনের মাথায় ভোট করতে সমস্যা হবে না । বৈঠকে অন্যান্য রাজ্যের পক্ষ থেকে দশেরা, দীপাবলি প্রভৃতি উত্‍সবের কথাও উঠে আসে । উঠে আসে আইন শৃঙ্খলার প্রসঙ্গও । অসমের বন্যার জেরে তারা আপাতত ভোট করতে রাজি নয় বলেও জানানো হয় ।

আরও পড়ুন : Suvendu Adhikari : গ্রেফতারির ভয়েই সিবিআই তদন্ত চাইছেন শুভেন্দু , আদালতে দাবি রাজ্যের

বুধবারের এই হেভিওয়েট বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও হাজির ছিলেন । সেই বৈঠকে বসার আগে জেলা প্রশাসনের থেকে করোনা এবং টিকাকরণ সম্পর্কিত বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয় । আজ পর্যন্ত কতজন করোনাতে আক্রান্ত রয়েছেন এবং ভ্যাকসিন কতজনকে দেওয়া হয়েছে, সেই সম্পর্কিত রিপোর্ট সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের থেকে নেন স্বাস্থ্যসচিব । মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, নদিয়া ও কলকাতা, এই জায়গা থেকে বিস্তারিত রিপোর্ট নিয়েছেন স্বাস্থ্যসচিব । কারণ, এই জেলাগুলিতেই উপনির্বাচন হওয়ার কথা । সূত্র জানাচ্ছে, রিপোর্টে দেখা গিয়েছে বেশিরভাগ অংশই করোনা আক্রান্তের সংখ্যা কার্যত নেই ।

আরও পড়ুন : Narada Case : নারদ কাণ্ডে চার্জশিট ইডির, 16 নভেম্বর সুব্রত-ফিরহাদদের আদালতে হাজিরার নির্দেশ

সেসবের পরে রাজ্যের নির্বাচনী কর্তারা জানিয়েছেন, তাঁরা ভোট করতে প্রস্তুত । এই মুহূর্তে বাংলায় ভোট হতে কোনও অসুবিধে নেই বলেই মত দিয়েছেন কর্তারা । একথা এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) জানিয়েছেন । সঙ্গে এই মুহূর্তে ভোট করাতে হলে ঠিক কীভাবে, কোন পদ্ধতিতে কাজ হবে, সেসব বিষয়ে প্রাথমিক খসড়া তৈরি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.