ETV Bharat / city

কোরোনা মোকাবিলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, মিশ্র প্রতিক্রিয়া বিরোধীদের

author img

By

Published : Jun 13, 2020, 12:41 AM IST

কীভাবে সংক্রমিতদের চিকিৎসা হচ্ছে, কীভাবে আক্রান্তদের মৃতদেহ সৎকার করা হচ্ছে, এইসব নিয়েই আজ পশ্চিমবঙ্গসহ চার রাজ্যের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ।

COVID 19 crisis
রাজ্যের বিরোধী নেতৃত্ব

কোরোনা মোকাবিলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, মিশ্র প্রতিক্রিয়া বিরোধীদের

কলকাতা, 12 জুন : সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সম্পর্কে যে কথা বলেছে তা সঠিক । পশ্চিমবঙ্গের মানুষের অভিজ্ঞতা দুর্বিষহ । পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে, রাজ্যের মানুষদের চিকিৎসার বন্দোবস্ত; সবটাই ভেঙে পড়েছে । তবে আদালতকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেশের সবক'টি রাজ্যের কথাই বলা উচিত ছিল । বললেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী । অন্যদিকে, আবদুল মান্নান দেশের শীর্ষ আদালতের রায়ে খুশি । শীর্ষ আদালত আজ যে অসন্তোষ প্রকাশ করেছে, তা যথাযথ বলেই মনে করেন তিনি ।

CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম আবার বলছেন, বামপন্থীরা এ-কথা বহু আগে থেকেই বলে আসছে । শীর্ষ আদালতের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, "প্রথম দিন থেকেই কোরোনা লড়াইতে ব্যর্থ হয়েছে প্রশাসন । রাজ্যের মানুষের যন্ত্রণা বোঝেনি তাঁরা । শুধুমাত্র ফরমান জারি করে গেছে । সর্বোচ্চ আদালত আরও আগেই মানুষের দুর্দশার কথা বলতে পারতেন । দু-আড়াই মাস পরে তাদের ঘুম ভেঙেছে । হাসপাতাল থেকে মৃতদেহ লুকোনো হচ্ছে । চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে । আদালত এতদিন পর স্বতপ্রণোদিত হয়ে নির্দেশ দিচ্ছে । অথচ সেখানে গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের নাম নেই । আমরা সবাই জানি, শ্মশান, কবরস্থানে কী ঘটনা ঘটছে ।" নিজের বক্তব্যের জন্য আদালত অবমাননা হওয়ার সম্ভাবনার আশঙ্কা করেও তিনি বলেন, "আদালত এক চক্ষু হয়ে পড়েছে । আর সরকার মিথ্যাচার করছে । শুধু কেন্দ্র ও রাজ্য সরকার নয় । আদালতও মানুষের সমস্যা দেখে ভুলে থেকেছে ।"

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি জানিয়েছেন, "প্রথম থেকে সেইভাবে আদালত বিষয়টির উপর গুরুত্ব দেয়নি । কিন্তু তারপর আইনজীবীরা বিষয়টাকে আদালতের সামনে আনেন । তারপর থেকে শীর্ষ আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছে ।"

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানান, কোরোনা ভাইরাসের মতো এই মারণ রোগ আক্রমণের মোকাবিলা করতে দেশের সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত । এজন্য পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যকে নোটিশ জারি করেছে । আমরা এই কোরোনা প্যানডেমিকের বিরুদ্ধে শুরু থেকেই বারবার কেন্দ্র এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি । দুই সরকারকেই সতর্ক করে অনুরোধ করেছি, এখন কোনও সংকীর্ণ রাজনীতি নয় । সংঘবদ্ধভাবে এই ভাইরাসের মোকাবিলা করতে হবে । কিন্তু কাকস্য পরিবেদনা । বিরোধীদলের গঠনমূলক প্রস্তাবকে হেলায় উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার জনতা কারফিউ শেষে জনগণকে কাঁসর-ঘণ্টা বাজাবার আহ্বান জানিয়ে রাস্তায় মিছিলে নামিয়ে দিলেন । মারণ রোগের প্রতিরোধের নাম করে আতসবাজির উৎসব করে কেন্দ্রের শাসকদলের 40 তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন ।" এমন ঘটনা বিশ্বের কাছে ভারতবাসীর মাথা লজ্জায় হেঁট করিয়ে দিয়েছে বলেই মনে করছেন আবদুল মান্নান ।

তিনি আরও বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী বাজারে দাগ কেটে, কে কোথায় দাঁড়িয়ে কেনাবেচা করবেন, তার নির্দেশ দিলেন । কোরোনাকে পাশ বালিশ হিসেবে ব্যবহার করতে উপদেশ দিলেন । 'সবজান্তা' মুখ্যমন্ত্রী বিরোধীদের তো দূরের কথা, নিজের দলের মন্ত্রীদেরও বিশ্বাস না করে নিজেকে উপহাসের পাত্র করে তুললেন । সুপ্রিম কোর্টের এই অসন্তোষ প্রকাশ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এতদিন বিরোধীদের তোলা অভিযোগ কত সঠিক এবং সত্য । জনগণকে এবার কি বলবে সরকার?"

প্রসঙ্গত, কীভাবে কোরোনা রোগীদের চিকিৎসা চলছে, মৃতদেহগুলির সৎকারের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে আজ শুনানিতে বিস্তারিত তথ্য জানতে চায় শীর্ষ আদালত । শুনানি চলাকালীন দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় ক্ষোভপ্রকাশও করে সুপ্রিম কোর্ট । এই চার রাজ্যের বিষয়ে সুপ্রিম কোর্ট ক্ষোভপ্রকাশ করে বলে, আবর্জনার স্তূপে পড়ে রয়েছে মৃতদেহ । কোরোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপভাবে আচরণ করা হচ্ছে । হাসপাতালে মৃতদেহগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না । এমনকী মৃতদের পরিবারকেও খবর দেওয়া হচ্ছে না । প্রিয়জনের শেষকৃত্যে শামিল হতে পারছেন না তাঁরা । সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, বেদনাদায়ক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.