ETV Bharat / city

কীভাবে মোদির কুর্তার মাপ বুঝলেন ? মমতাকে কটাক্ষ বব্বরের

author img

By

Published : Apr 27, 2019, 11:14 AM IST

অক্ষয় কুমারকে দেওয়া অরাজনৈতিক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি জানিয়েছিলেন তাঁর সঙ্গে বিরোধীদের সুসম্পর্কের কথা । এই প্রসঙ্গেই তিনি বলেন, "মমতা দিদি আমাকে প্রতিবছর কুর্তা পাঠান । মিষ্টিও পাঠান ।" তারপরই বিষয়টিকে নিয়ে আসরে নামে কংগ্রেস । কংগ্রেস নেতা রাজ বব্বর প্রশ্ন করেন, কীভাবে মোদির কুর্তার মাপ জানলেন তৃণমূল সুপ্রিমো ?

রাজ বব্বর (ফাইল ফোটো)

কলকাতা, 27 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুর্তা, মিষ্টি পাঠানো নিয়ে এবার আসরে নামল কংগ্রেস । এই ইশুতে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাজ বব্বর । তিনি প্রশ্ন করেন, কীভাবে মোদির কুর্তার মাপ জানলেন তৃণমূল সুপ্রিমো ?

অক্ষয় কুমারকে দেওয়া অরাজনৈতিক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি জানিয়েছিলেন তাঁর সঙ্গে বিরোধীদের সুসম্পর্কের কথা । এই প্রসঙ্গেই তিনি বলেন, "মমতা দিদি আমাকে প্রতিবছর কুর্তা পাঠান । মিষ্টিও পাঠান ।" পরে জনসভা থেকে মমতা বলেছিলেন, "হ্যাঁ পাঠাই । এটাই সৌজন্য । রাজনীতি করার প্রয়োজন নেই ।" এবার এই ইশুতে চেপে ধরল কংগ্রেস । গতকাল কলকাতায় আসেন প্রবীণ কংগ্রেস নেতা রাজ বব্বর । তিনি বলেন, "বাংলায় দুটো জিনিস খুব বিখ্যাত । মিষ্টি ও কুর্তা । এখনও পর্যন্ত মমতাদিদি আমাদের কোনওটাই পাঠাননি । উনি একজনকেই এসব পাঠান । বুঝতেই পারছেন, উনি কুর্তার মাপটা জানেন । আগে অবশ্য আমরা প্রশ্ন তুলতাম, ওঁর (নরেন্দ্র মোদি) ছাতি কি আদৌ 56 ইঞ্চি ?"

নির্বাচন ঘোষণার পর থেকে মোদি-অমিত শাহ জুটি একাধিকবার বাংলায় প্রচারে এসেছেন । তাঁরা মমতার বিরুদ্ধে বারবার তোপ দেগেছেন । পালটা দিয়েছেন তৃণমূল সুপ্রিমোও । তিনি GST, নোটবাতিল ইশু তুলে BJP-কে গদি থেকে হটানোর ডাক দিয়েছেন । তার মাঝেই সামনে আসে মোদির সাক্ষাৎকার । সেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জিকে ভুলে মমতাদিদির ভালোবাসা ফুটিয়ে তোলেন মোদি ।


Chandigarh, Apr 26 (ANI): While speaking exclusively to ANI, Bollywood actor Anupam Kher spoke about wife and Bharatiya Janata Party (BJP) candidate from Chandigarh Kirron Kher. He said, "I look at her (Kirron Kher) as a life partner and she is a credible women. She is a very honest person, very dedicated to people of Chandigarh for last 5 years. It is not necessary to live together to know what your partner is doing, now-a-days social media and media does all the work. The way they even observed her in the Parliament, she got 27th place among BJP's MP and then, 52nd place overall, it proves that she does her work. For last 5 years, she left her home, Mumbai, me and even Sikander, she shifted here in Chandigarh so, I believe people of Chandigarh have liked her work. And, we are living in that era where the credibility of the people comes from their work including politicians. Earlier, who used to come first in class or was good in sports was considered to be credible but our India is now in that position that our youth don't accept those politicians who are just in power for name."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.