Michael Madhusudan Dutta : মধুসূদন দত্তের হেরিটেজ বাড়িতে প্রমোটার চক্র, ঐতিহ্য রক্ষার আশ্বাস প্রশাসনের

author img

By

Published : Jan 25, 2022, 5:12 PM IST

Promoter Takes possession Heritage House of Michael Madhusudan Dutta

খিদিরপুরে মাইকেল মধুসূদনের হেরিটেজ বাড়িতে প্রমোটারি থাবা (Promoter Takes possession Heritage House of Michael Madhusudan Dutta) ৷ অভিযোগ বাড়িটি নাকি ভাঙাও শুরু হয়ে গিয়েছিল ৷ খবর পেয়ে কলকাতা পৌরনিগমের হেরিটেজ বিভাগ পুলিশে অভিযোগ দায়ের করে সেই কাজ বন্ধ করিয়েছে ৷ বর্তমানে আদালতে এনিয়ে মামলা চলছে ৷

খিদিরপুর, 25 জানুয়ারি : খিদিরপুর মোড় থেকে মেটিয়াব্রুজের দিকে যেতে বড় রাস্তার উপরেই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ৷ বিশাল ওই অট্টালিকাটি ব্যারিস্টারি করে উপার্জিত টাকায় তৈরি করেছিলেন মেঘনাদবধ কাব্যের শ্রষ্ঠা ৷ তাঁর সেই বাড়িটি হেরিটেজ তকমা প্রাপ্ত ৷ কিন্তু, সেই হেরিটেজেই এবার অসাধু প্রমোটার চক্রের নজর ৷

প্রশাসনের নজর এড়িয়ে বাড়িটি ভাঙার কাজও শুরু হয়েছিল (Promoter Takes possession Heritage House of Michael Madhusudan Dutta) ৷ খবর পেয়ে কলকাতা পৌরনিগম এফআইর দায়ের করে পুলিশ দিয়ে কাজ বন্ধ করায় ৷ বর্তমানে বাড়িটি নিয়ে আদালতে মামলা চলছে ৷ কিন্তু প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর এড়িয়ে, কীভাবে বাংলা সাহিত্যের অন্যতম পীঠস্থান মধুসূদন দত্তের বাড়িতে প্রমোটার চক্র থাবা বসায় ? বিশেষ করে সেটি যখন হেরিটেজ সম্পত্তি ৷ এনিয়ে রাজ্য সরকারের হেরিটেজ কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি ৷

আরও পড়ুন : Kolkata Heritage Buildings : শহরের ঐতিহ্যবাহী ভবনের ইতিহাস আমজনতাকে জানাতে উদ্য়োগী পৌরনিগম

মধুসূদন দত্তের এই বাড়িটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িটি সালাউদ্দিন নামে এক প্রমোটার নাকি কিনেছিলেন ৷ এখানেও বড় প্রশ্ন, সরকারি হেরিটেজ সম্পত্তি কীভাবে কেউ কিনতে পারেন ? আর সেই সম্পত্তি বিক্রিই বা কে করলেন ? জানা গিয়েছে, ওই প্রমোটার মারা গিয়েছেন ৷ তবে, মালিকানা নাকি তাঁর উত্তরসূরীদের কাছে আছে ৷ কীভাবে সেই মালিকানা তৈরি হল ? এই সব প্রশ্নের উত্তর অমিল ৷

আরও পড়ুন : Raja Ram Mohan Roy's House : রাজা রামমোহন রায়ের জন্মভিটেকে হেরিটেজ তকমার সিদ্ধান্তে খুশি খানাকুলবাসী

কলকাতা পৌরনিগমের হেরিটেজ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, ‘‘একটি দুষ্ট চক্র এই কাজ করেছে ৷ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ আদালতে মামলা চলছে ৷ বাড়ি ভাঙার যে কাজ শুরু হয়েছিল ৷ তা বন্ধ রয়েছে ৷ বিচারাধীন বিষয় বলে, এনিয়ে মন্তব্য করতে পারব না ৷ তবে, এইটুকু বলতে পারি বাড়িটি রক্ষা করা হবে ৷’’

মধু কবি লিখেছিলেন ‘আশার ছলনে ভুলি’ ৷ বর্তমান পরিস্থিতিতে তাঁর বাড়িকে ঘিরে তৈরি হওয়া জটিলতা আজ তাঁরই সৃষ্টির বাস্তব চিত্র ৷ তবে, আশা করা যায় সরকার বাংলা সাহিত্যের এই পীঠস্থানকে রক্ষা করতে সক্ষম হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.