ETV Bharat / city

দেখা নেই বেসরকারি বাসের, ভাড়া বাড়াতে মরিয়া বাস মালিকরা

author img

By

Published : Jul 1, 2021, 11:01 PM IST

একটি বেসরকারি বাসের খালাসি রাজু স্বামী দাবি করেন, হাওড়া ময়দান থেকে পার্কস্ট্রিট বা ধর্মতলা 5 কিলোমিটার রাস্তা । সেই রাস্তাটুকু যেতে ট্যাক্সি 100 টাকা ভাড়া চাইছে । লোকে সেই ভাড়া দিয়ে যাচ্ছে । অটো চালকেরা হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন যেতে 20 টাকা ভাড়া নিচ্ছে । কিন্তু বাসের ভাড়া বাড়লে তা দিতে রাজি নয় যাত্রীরা ।

s
s

কলকাতা, 1 জুলাই : বাসের ভাড়া না বাড়লে বাস চলবে না ৷ বুঝিয়ে দিল বাস মালিকরা । বাস্তবিক দেখা গেল, বৃহস্পতিবার থেকে বাস চলার কথা থাকলেও হাওড়া ময়দান সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে বাস চলাচল বন্ধ থাকল । বাস মালিকদের দাবি, ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাস চালানোর খরচ বেড়েছে । কিন্তু তেলের বর্ধিত দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি বাসের ভাড়া । তাই এবারে বাসের ভাড়া না বাড়ানো হলে বাস চালানো সম্ভব না ।

এদিকে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করেও বাস না-পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্যাক্সিতে চড়তে হচ্ছে যাত্রীদের । তা কারো পক্ষে সম্ভব হলেও, সকলের পক্ষে সম্ভব না ৷ যাত্রীদের অনেকেই বলছেন, ট্যাক্সিতে যদি বেশি টাকা দিয়ে যাতায়াত করতেই হয়, তবে বাস ভাড়া কিছুটা বাড়ানো হলে অসুবিধা কী ? অনেকের মতে, সরকার বাস চালানোর কথা ঘোষণা করার আগে সবদিক ভেবে ঘোষণা করলে যাত্রীদের সুবিধা হত ।

একটি বেসরকারি বাসের খালাসি রাজু স্বামী দাবি করেন, হাওড়া ময়দান থেকে পার্কস্ট্রিট বা ধর্মতলা 5 কিলোমিটার রাস্তা । সেই রাস্তাটুকু যেতে ট্যাক্সি 100 টাকা ভাড়া চাইছে । লোকে সেই ভাড়া দিয়ে যাচ্ছে । অটো চালকেরা হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন যেতে 20 টাকা ভাড়া নিচ্ছে । কিন্তু বাসের ভাড়া বাড়লে তা দিতে রাজি নয় যাত্রীরা । তিনি আরও বলেন, গত বছর লকডাউনের সময় বাসের ভাড়া 10-12 টাকা বেশি নিলে যাত্রীরা প্রতিবাদ করেছিলেন। তিনি যাত্রীদের হাতে মারও খেয়েছেন । সেই কারণেই বৃহস্পতিবার বাস বের করেননি । তাঁর দাবি, বাসের ভাড়া ন্যূনতম 15 টাকা করতে হবে ।

আরও পড়ুন: Red Road Accident : পরিবহণ চালুর প্রথম দিনই রেড রোডে দুর্ঘটনায় মিনিবাস, মৃত্যু পুলিশ কর্মীর

বড়বাজার যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন অর্চনা নাগ । তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্য সরকারের তরফে সব কিছুর ব্যবস্থা করে তবেই বাস চালানোর কথা ঘোষণা করা উচিত ছিল । তাতে সাধারণ মানুষের ভোগান্তি হত না । হাওড়া শহরেও একই চিত্র । হাওড়ার বালি খালের 54 নম্বর বাস স্ট্যান্ডের 42টি বাসের একটিও পথে নামেনি । বালিখাল থেকে ধর্মতলা এবং খিদিরপুর রুট পুরোপুরি বন্ধ । অফিস যাত্রীরা বাস ধরতে এসে চূড়ান্ত হয়রানির শিকার হন । টোটো অথবা অটোয় হাওড়া যাওয়ার জন্য 40 টাকা ভাড়া গুণতে হচ্ছে তাঁদের ।

সব মিলিয়ে বাস মালিক, চালক, খালসিদের দাবি, যতদিন না সরকার বাসের ভাড়া বৃদ্ধি করছে ততদিন তাঁরা বাস নামাবেন না রাস্তায় । এই অবস্থায় অফিস যাত্রীদের দুর্ভোগ চলবে বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.