ETV Bharat / city

সফরসূচিতে পরিবর্তন, বেলুড় মঠেই রাত্রিবাস প্রধানমন্ত্রীর

author img

By

Published : Jan 11, 2020, 1:46 PM IST

Updated : Jan 11, 2020, 2:49 PM IST

আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন । নরেন্দ্র মোদির ইচ্ছা স্বামীজীর জন্মদিনে বেলুড় মঠ থেকেই সূর্যোদয় দেখার ইচ্ছে । বেলুড় মঠে গঙ্গার পাশে ধ‍্যান করার ইচ্ছে রয়েছে তাঁর ।

modi
মোদি

কলকাতা, 11 জানুয়ারি : সফরসূচিতে কিছুটা পরিবর্তন । ঠিক ছিল রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । SPG মারফত কলকাতা পুলিশের কাছে এই খবর এসেছিল । কিন্তু সেই সূচিতে কিছুটা পরিবর্তন হচ্ছে । সূত্রের খবর, বেলুড় মঠে রাত্রিযাপন করবেন তিনি । কাল সকালে গঙ্গার পাশেই ধ্যান করবেন ।

আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন । স্বামীজীর জন্মদিনে বেলুড় মঠ থেকেই সূর্যোদয় দেখার ইচ্ছে প্রধানমন্ত্রীর । বেলুড় মঠে গঙ্গার পাশে ধ‍্যান করার ইচ্ছে রয়েছে তাঁর । বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই আন্তর্জাতিক অতিথিশালা ফাঁকা করার কাজ শুরু হয়ে গেছে । সেখানেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী । তারপর আগামীকাল সকালে মঠের সন্ন্যাসীদের সঙ্গে ভোরবেলা ধ‍্যানে বসবেন । সফরসূচির আর কোনও পরিবর্তন হয়নি বলেই এখনও খবর ।

এদিকে প্রধানমন্ত্রীর সম্মানে রাজভবনে আয়োজন করা হয়েছিল নৈশভোজের । বেশ কিছু মানুষ নিমন্ত্রিত ছিলেন । সেই নৈশভোজ হবে কি, না সে বিষয়ে এখনও পর্যন্ত রাজভবন থেকে কিছু জানানো হয়নি ।

Intro:কলকাতা, 11 জানুয়ারি: সফরসূচিতে কিছুটা পরিবর্তন। আমি ঠিক ছিল রাজভবনের রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী। এসপিজি মারফত কলকাতা পুলিশের কাছে তেমনটাই খবর এসেছিল। কিন্তু নরেন্দ্র মোদির ব্যক্তিগত ইচ্ছায় সেই সূচিতে কিছুটা পরিবর্তন হচ্ছে। বেলুড় মঠে রাত্রিযাপন করবেন তিনি। সূত্রের খবর তেমনটাই।


Body:আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন। নরেন্দ্র মোদির ইচ্ছা স্বামীজীর জন্মদিনের সকালের সূর্যোদয় বেলুড় মঠ থেকেই দেখার। গঙ্গা পাড়ে ধ‍্যানে বসার। বেলুড় মঠ সূত্রে খবর, ইতিমধ্যেই আন্তর্জাতিক অতিথিশালা ফাঁকা করার কাজ শুরু হয়ে গেছে। সেখানেই রাত কাটাবেন প্রধানমন্ত্রী। তারপর আগামীকাল সকালে মঠের সন্ন্যাসীদের সঙ্গে ভোরবেলা ধ‍্যানে বসবেন। বাকি সফরসূচীর কোনো পরিবর্তন হয়নি বলেই খবর।


Conclusion:এদিকে প্রধানমন্ত্রীর সম্মানে রাজভবনে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। বেশ কিছু মানুষের কাছে চলে গিয়েছিল আমন্ত্রণ। সেই নৈশ ভোজ আর হবে কি না সে বিষয়ে এখনও পর্যন্ত রাজভবন থেকে কিছু জানানো হয়নি।
Last Updated : Jan 11, 2020, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.