ETV Bharat / city

Arjun Singh : আসা-যাওয়ার মাঝেও জয়ের অনবদ্য ট্র্যাক রেকর্ড অর্জুনের

author img

By

Published : May 22, 2022, 10:16 PM IST

2019 লোকসভা ভোটের সময় তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং (BJP MP Arjun Singh) ৷ ব্যারাকপুর থেকে সেই নির্বাচনে বিজেপির টিকিটে জয় পান তিনি ৷

Political Journey of Arjun
গোঁসা করে দলবদলের ইতিহাস অর্জুনের

কলকাতা, 22 মে : গোঁসা করে দলবদলের ইতিহাস থাকলেও জয়ের ট্র্যাক রেকর্ডে এখনও অনবদ্য অর্জুন সিং ৷ গোঁসা করেই তৃণমূল ছেড়েছিলেন, আবার ঘরে ফিরলেন তিনি । তৃণমূলে প্রত্যাবর্তনের পর ব্যারাকপুরের সাংসদ নিজেই বলেছেন (Arjun Singh Rejoins TMC), "ঘরের ছেলে ঘরে ফিরে এলাম ৷ ভুল বোঝাবুঝির কারণে দল ছেড়েছিলাম ৷" রাজনৈতিক মহল এখনও ঠিক জানে না অর্জুনের 'ইতনা গুস্সা কিঁউ আতা হ্যায়' !

আর সেই গোঁসাকে কাজে লাগিয়েই এই দলবদলে লাভের অঙ্কটা ঠিক বুঝে নেন তিনি । এমনটাই দাবি রাজ্য বিজেপির । সাংসদ পদে টিকিট না পেয়ে গোঁসা হয়েছিল অর্জুন সিংয়ের ৷ সেটা 2019 সাল, লোকসভা ভোটের সময় । মমতা বন্দ্যোপাধ্যায় তখন শত চেষ্টা করেও তাঁকে ঘরে ধরে রাখতে পারেননি । আর এবার বিজেপিও পারল না । প্লাস্টিক লবির কল কাঠিতেই রুগ্ন পাটশিল্প । অতএব আবার ছলাং, এবার পদ্মপাট চুকিয়ে ঘাসফুলে ফেরত এলেন তিনি ।

রাজনৈতিক মহল বলছে, শেষ পর্যন্ত পাট শিল্পের জন্য কোনও লাভ হবে কি না জানা নেই, তবে লাভবান হবেন অবশ্যই অর্জুন সিং স্বয়ং । কারণ ব্যারাকপুরের সাংসদ ভালই বুঝতে পারছিলেন নিজ ভূমেই গুরুত্ব হারাচ্ছেন তিনি । তাই 'দাদার কীর্তি' অক্ষয় করতে শিবির বদল । যা আদতে তাঁকেই আরও প্রাসঙ্গিক করে তুলবে আগামী দিনে । ষাটোর্ধ্ব এই রাজনীতিক তাঁর রাজনৈতিক জীবনে দলবদলকে কার্যত শিল্পে পরিণত করেছিলেন । প্রথমে কংগ্রেস থেকে তৃণমূলে, তারপর তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন এই বাহুবলী নেতা । তাঁর রাজনৈতিক জীবনে দলবদলের ইতিহাস যেমন আছে, ঠিক তেমনই জয়টাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন তিনি ।

আরও পড়ুন: "শুধু মা বলা ছেলেটা বোকা হল", অর্জুনের প্রত্যাবর্তনে কটাক্ষ ভরা পোস্ট অনুপমের

রাজনৈতিক মহল তাই এমনও বলছে, এত দিনের অভ্যাস অর্জুন ছাড়েন কী করে ! ব্যারাকপুরের এই 'বাহুবলী' নেতা পারিবারিক সূত্রে রাজনীতিতে এসেছেন ঠিকই । তবে দীর্ঘ সময় নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন নিজের ক্ষমতাতেই । তাঁর বাবা সত্যনারায়ণ সিং কংগ্রেসের হাত প্রতীকেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তিনবার জিতে বিধায়ক হয়েছিলেন । তবে সেই ভাটপাড়া এখন অর্জুনের গড় । কলেজ জীবন থেকেই চটকল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অর্জুন ৷ কাজেই এই চটকল শ্রমিকরাই অর্জুনের বড় শক্তি । 1995 সালে তাঁর রাজনৈতিক জীবনের শুরু ভাটপাড়ার কাউন্সিলর হিসেবে । 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই তিনি ছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে মমতার বড় ভরসা । 2001 সালের বিধানসভা ভোটে ভাটপাড়া থেকে তৃণমূলের প্রার্থী হন তিনি । সেবারই ভোটে হারান সিপিএমের রামপ্রসাদ কুণ্ডুকে । 2001 থেকে 2019 সাল পর্যন্ত টানা 4 বার ভোটে জিতে ভাটপাড়ার বিধায়ক হন অর্জুন সিং । মাঝে অবশ্য 2004 সালের লোকসভা ভোটে সিপিএম নেতা তড়িৎ তোপদারের কাছে হেরে যান তিনি । 2019 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে গিয়েও জিতেছেন অর্জুন সিং । কাজেই তাঁর দলবদল এই চমকপ্রদ রাজনৈতিক যাত্রা জারি রাখার জন্যই বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.