ETV Bharat / city

Sudip Banerjee Suitcase Theft Case: সুদীপের সুটকেস নিখোঁজ রহস্যের তদন্তে লালবাজার, গ্রেফতার 3

author img

By

Published : Jul 11, 2022, 6:33 PM IST

Police Arrests Three Persons for Sudip Banerjee Suitcase Theft Case
Police Arrests Three Persons for Sudip Banerjee Suitcase Theft Case

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিখোঁজ হয়ে যাওয়া সুটকেসের তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা (Police Arrests Three Persons for Sudip Banerjee Suitcase Theft Case) ৷ মুম্বই থেকে গত এপ্রিল মাসে সুটকেসটি কুরিয়ার করা হয় একটি সংস্থার তরফে ৷ কিন্তু, 2 মাস পেরিয়ে গেলেও সুটকেসটি সাংসদের বাড়িতে পৌঁছয়নি ৷

কলকাতা, 11 জুলাই: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুটকেস নিখোঁজ রহস্যে 3 জনকে গ্রেফতার করলেন লালবাজারের আধিকারিকরা (Police Arrests Three Persons for Sudip Banerjee Suitcase Theft Case ) ৷ দু’মাস আগে মুম্বই থেকে পার্সেলটি মুম্বইয়ের লোকমান্য তিলক স্টেশন থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে তোলা হয়েছিল একটি কুরিয়ার সংস্থার তরফে ৷ এই ঘটনায় সংস্থার 3 জন কর্মীকে গ্রেফতার করেছে লালবাজারের আধিকারিকরা ৷

গত এপ্রিল মাসে মুম্বইয়ে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি অনুষ্ঠান থেকে ফিরে আসার পর সংস্থার তরফে সাংসদের একটি সুটকেস কুরিয়ার করে কলকাতার বাড়ির ঠিকানায় পাঠানো হয় ৷ সেটিতে সাংসদের অনেক মূল্যবান সামগ্রী ছিল বলে জানা গিয়েছে ৷ কুরিয়ার সংস্থার তরফে সুটকেসটি মুম্বইয়ের লোকমান্য তিলক স্টেশন থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে তোলা হয় ৷ কিন্তু, মাঝপথেই সাংসদের সুটকেসটি নিখোঁজ হয়ে যায় ৷ দু’মাস হয়ে গেলেও সেই সুটকেস তাঁর বাড়িতে পৌঁছয়নি ৷

এর পর গত 5 জুলাই সুদীপ বন্দ্যোপাধ্যায় তালতলা থানায় অভিযোগ দায়ের করেন ৷ পরবর্তী সময়ে লালবাজার তদন্তভার হাতে নেয় ৷ তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুটকেসের সঙ্গে আরও দু’টি সুটকেস ছিল ৷ সেই দু’টি অক্ষতভাবে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছেছে ৷ কেবল সাংসদের সুটকেসের কোনও হদিস পাওয়া যায়নি ৷ এর পরেই কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করেন লালবাজারের গোয়েন্দারা ৷ সংস্থার তরফে জানানো হয় কুরিয়ারের দায়িত্বে ছিলেন সংস্থার 3 কর্মী গুড্ডু সিং, অঙ্কিত সিং এবং দীপাঞ্জন সেন ৷

আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার তদন্তে সিট গঠন লালবাজারের

গোয়েন্দারা তাঁদের এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ কিন্তু, তাঁদের থেকে কোনও সদুত্তর পায়নি পুলিশ ৷ এর পরেই তাঁদের গ্রেফতার করেন লালবাজারের তদন্তকারীরা ৷ ঘটনায় কুরিয়ার সংস্থার সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ প্রাথমিক তদন্তের পর আধিকারিকদের অনুমান, কুরিয়ার সংস্থার ওই তিনকর্মী নিখুঁতভাবে সিল ভেঙে সুটকেসটি আলাদা করে নেন ৷ এর পর মাঝপথে সেটিকে নিয়ে কোনও স্টেশনে নামিয়ে নেয় অভিযুক্তরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.