ETV Bharat / city

PIL at HC: শুভেন্দুর কনভয় বারবার কেন দুর্ঘটনার কবলে,সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

author img

By

Published : Aug 31, 2022, 7:21 PM IST

জেড প্লাস নিরাপত্তা প্রদানের পরেও কীভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ কেন তাঁর কনভয় বারংবার কেন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে ? সিবিআই তদন্তের (CBI Probe) দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL filed at HC)।

Etv Bharat
শুভেন্দুর কনভয় বারবার কেন দুর্ঘটনার কবলে, তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, 31 অগস্ট: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় বারবার কেন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে ? সিবিআই তদন্তের (CBI Probe) দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL filed at HC)। জেড প্লাস নিরাপত্তা পাওয়ার পরেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হল এই জনস্বার্থ মামলা।

গত 22 অগস্ট বিকেলে পূর্ব মেদিনীপুরের মারিশদা থেকে কলকাতার দিকে আসছিল শুভেন্দু অধিকারীর কনভয়। সে সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কনভয়ের পিছনের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। সামনে থাকা একটি পেট্রোল পাম্পের দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি ৷ দুর্ঘটনায় গাড়িটির সামনের চাকা খুলে যায়। পরে অন্য একটি গাড়িকে কনভয়ে পাঠানো হয় ৷

এর আগে গত জুলাই মাসে রাতের কলকাতায় (কালিকাপুরে) দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। তখনও কনভয়ের পিছনে থাকা একটি পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা লাগে। লুকিং গ্লাস ভেঙে যায় শুভেন্দুর কনভয়ে থাকা গাড়িটির। তারও আগে পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে তমলুকে যাওয়ার পথে জাতীয় সড়কে মারিশদা সংলগ্ন এলাকাতেই দুর্ঘটনার মুখে পড়েছিল শুভেন্দুর কনভয়। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।

আরও পড়ুন: পাচারের টাকা কালীঘাটের কোথায় এসেছে, সাহস থাকলে নাম বলুন ! তোপ মমতার

শেষমেশ জল গড়াল আদালতে ৷ এই সমস্ত দুর্ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.