ETV Bharat / city

Dog Lover Partha-Mithun: সারমেয় প্রেমে একসারিতে পার্থ-মিঠুন, আত্মমর্যাদায় !

author img

By

Published : Jul 23, 2022, 8:30 PM IST

সারমেয় প্রেমের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের তুলনা হতে পারে একমাত্র বলিউডের মিঠুন চক্রবর্তীর সঙ্গে (Partha Chatterjee Matches Mithun Chakraborty As Dog lover) ৷ কিন্তু, দুর্নীতির অভিযোগে দু’জনের অবস্থান কুমেরু-সুমেরু ৷ তবে, ভিন্ন মেরুর এই অবস্থান কখনই দু’জনে কাছে টানবে না ৷ বরং, বিকর্ষণের সম্ভাবনাই প্রবল ৷

partha-chatterjee-matches-mithun-chakraborty-as-dog-lover
partha-chatterjee-matches-mithun-chakraborty-as-dog-lover

কলকাতা, 23 জুলাই: বলিউড ডিসকো ডান্সার মিঠুন চক্রবর্তীর পশুপ্রেম সকলের জানা ৷ প্রায় সমগোত্রীয় রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায় ৷ বিশেষত, সারমেয় প্রেমে পার্থ এবং মিঠুন একসারিতে রয়েছেন (Partha Chatterjee Matches Mithun Chakraborty As Dog lover) ৷ মুম্বইয়ে মিঠুন চক্রবর্তীর মাড আইল্যান্ডের প্রাসদপম বাংলোতে তাঁর সারমেয়দের থাকার ব্যবস্থা করেছেন ৷ একইভাবে পার্থ চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাট কেবল তাঁর সারমেয়দের থাকার ব্যবস্থা করেছেন ৷ কিন্তু, শেষবেলায় তাঁদের মধ্যে ফারাক একটাই, এই সারমেয় প্রেমের কারণে, ইডি-র স্ক্যানারের তলায় রাজ্যের মন্ত্রী ৷ আরও বড় ফারাক, দুর্নীতির অভিযোগে আত্মমর্যাদা রক্ষা ৷

পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার ওই ফ্ল্যাটে 4টি সারমেয় (কুকুর) রয়েছে ৷ নাকতলার সিদ্ধি এনক্লেভ অ্যাপার্টমেন্টের দ্বিতীয়তলের একটি বিলাস বহুল ফ্ল্যাটে তাঁদের আস্তানা তৈরি করেছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তবে, সম্প্রতি তাদের মধ্যে একটি সারমেয় মারা গিয়েছে ৷ তবে, তিনটি সারমেয় এখনও সেখানে রয়েছে ৷ দিনের একাধিক সময়ে তাঁদের গর্জনও শোনা যায় ৷ কিন্তু, তাদের প্রভু পার্থ চট্টোপাধ্যায়কে 27 ঘণ্টার ম্যারাথন জেরার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে ৷ তা হয়তো জানেও না, অবলা ওই জীবগুলি ৷

কয়েকমাস আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য জানাতে বলেছিলেন ৷ যা নিয়ে কথা বলতে গিয়ে, বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের জন্য পৃথক ফ্ল্যাটের প্রসঙ্গটি উল্লেখ করেন ৷ আর সেই সূত্রে, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে, উল্লেখ করেন ৷

আরও পড়ুন: Sisir Adhikari on Partha Arrest: ‘অন্যের খারাপদিনে মজা দেখব এমন মানুষ আমি নই, আমি শিশির অধিকারী’

সেই সূত্রেই উঠে আসে, পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের দেখভালের জন্য 3 জন প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিকে রাখা হয়েছিল ৷ তাঁরাও ওই ফ্ল্যাটে থাকেন ৷ আর সেই ফ্ল্যাটটি 24 ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ৷ এখানে উল্লেখ, মিঠুন চক্রবর্তী মাড আইল্যান্ডের বাংলোতেও, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা রয়েছে তাঁর 30টি সারমেয়র জন্য ৷

এ প্রসঙ্গে বলতেই হয়, 2014 সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী ৷ কিন্তু, মাত্র তিনদিন সংসদের অধিবেশনে অংশ নেওয়ার পর, তিনি নিজেকে সরিয়ে নেন ৷ তার পর দীর্ঘসময়ের রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেন মিঠুন ৷ পরবর্তী সময়ে 2021 বিধানসভার আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী ৷ এমনও হাওয়া উঠেছিল, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মিঠুনকে মুখ্যমন্ত্রী করা হবে ৷

আরও পড়ুন: Arpita Mukherjee Arrested: গ্রেফতার অর্পিতা, ফ্ল্যাট থেকে উদ্ধার উচ্চশিক্ষা পর্ষদ ও এসএসসি’র নথি

তবে, রাজনীতির ময়দানে মিঠুন চক্রবর্তী এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে ৷ যা দিনের আলোর মতো স্পষ্ট ৷ সারদার মুখ হিসাবে 2 কোটি টাকা পারিশ্রমিক নেওয়ায় মিঠুন চক্রবর্তীকে ইডি-র জিজ্ঞাসাবাদ করেছিল ৷ সেই ঘটনায় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে, করের 81 লক্ষ টাকা কেটে 1 কোটি 19 লক্ষ টাকা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ফেরত দিয়ে দেন ৷ কিন্তু, উলটোদিকে পার্থ চট্টোপাধ্যায়কে দুর্নীতি মামলায় প্রশ্ন করা হলেও, প্রতিটি প্রশ্ন এড়িয়ে যান তিনি ৷ যেখানে শুক্রবার সকাল থেকে 27 ঘণ্টার ম্যারাথন জেরাতেও মুখ খোলেননি রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ৷ আর এখানেই দু’জনের পার্থক্য স্পষ্ট ৷

আর শেষে এটা বলতেই হয়, মিঠুন চক্রবর্তীকে এখনও তাঁর অনুরাগীদের কাছ থেকে ভালোবাসা পান ৷ আর রুপোলি পর্দায় এখনও তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে ৷ কিন্তু, আজকের পর পার্থ চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা যে একধাক্কায় ধুলোয় মিশে গেল, তা বলার অপেক্ষা রাখে না ৷ তাঁর অতিবড় শুভাকাঙ্খিও তা অস্বীকার করতে পারবেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.