ETV Bharat / city

Bankshall Court on Partha Arpita 31 অগস্ট ভার্চুয়ালি আদালতে পেশ অপাকে, সংশোধনাগারের আবেদনে সায় দিল ব্যাঙ্কশাল কোর্ট

author img

By

Published : Aug 23, 2022, 5:19 PM IST

নিরাপত্তার কথা মাথায় রেখে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ৷ ব্যাঙ্কশাল কোর্ট জেল কর্তৃপক্ষের সেই আবেদন মঞ্জুর করেছে (Bankshall Court on Partha Arpita) ৷

partha-chatterjee-and-arpita-mukherjee-will-produced-in-bankshall-court-virtually
partha-chatterjee-and-arpita-mukherjee-will-produced-in-bankshall-court-virtually

কলকাতা, 23 অগস্ট: নিরাপত্তা জনিত কারণে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশের আবেদন করা হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে ৷ প্রেসিডেন্সি সংশোধনাগার এবং আলিপুর মহিলা সংশোধনাগারের সেই আবেদনে সায় দিল ব্যাঙ্কশাল কোর্ট (Bankshall Court on Partha Arpita) ৷ সংশোধনাগার কর্তৃপক্ষ সূত্রের খবর ব্যাঙ্কশালের বিশেষ আদালতে এই আবেদন জানানোর পর তা মঞ্জুর করা হয়েছে ৷ ফলে আগামী 31 অগস্ট অপাকে আর আদালতে সশরীরে পেশ হতে হবে না ৷

আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এই দুই সংশোধনাগারের উচ্চপদস্থ আধিকারিকদের তরফে আদালতে একটি আবেদন করা হয়েছিল ৷ সেখানে বলা হয়েছিল, নিরাপত্তার জনিত কারণে তাঁদের ভার্চুয়ালি আদালতে পেশ করলে সুবিধা হয় ৷ প্রেসিডেন্সি কর্তৃপক্ষ তাদের আবেদনের স্বপক্ষে যুক্তি রাখে, পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় জুতো ছোড়া হয়েছিল ৷ এমনকি অর্পিতাকে কটাক্ষ করা হয়েছিল বলেও আদালতে জানায় আলিপুর মহিলা সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ সেই আবেদনের ভিত্তিতেই এ দিন তাঁদের 31 অগস্ট ভার্চুয়ালি আদালতে পেশের আবেদন মঞ্জুর করা হয়েছে ৷

প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা প্রাক্তন তৃণমূল মহাসচিব তথা প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ৷ এর পর অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের আবাসন এবং বেলঘরিয়ার আবাসনে অভিযান চালিয়ে প্রায় 50 কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি ৷ সেই সঙ্গে 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন: অপা কাণ্ডে এবার ইডির নজরে ব্যাংক কর্মী দম্পতি

সেই সময় একাধিকবার পার্থ এবং অর্পিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেই সময় তাঁদের উপর নানানভাবে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল ৷ ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে নানান জটিলতার সম্মুখীন হতে হয়েছিল এন ফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় বাহিনীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.