ETV Bharat / city

Garden Reach Money Recovery Case: গার্ডেনরিচ প্রতারণা কাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগ, ক্লোজ পুলিশ আধিকারিক

author img

By

Published : Sep 25, 2022, 11:41 AM IST

Updated : Sep 25, 2022, 12:15 PM IST

Park Street Investigating Officer is Closed in Garden Money Recovery Case
Park Street Investigating Officer is Closed in Garden Money Recovery Case

গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় (Garden Reach Money Recovery Case) পার্কস্ট্রিট থানার তদন্তকারী আধিকারিককে ক্লোজ করল লালবাজার (Park Street Investigating Officer is Closed) ৷ ওই আধিকারিকের নাম পৃথ্বীবেশ মিস্ত্রি ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: গার্ডেনরিচে 17.32 কোটি টাকা উদ্ধারের (Garden Reach Money Recovery Case) ঘটনায় ক্লোজ করা হল পার্কস্ট্রিট থানার তদন্তকারী আধিকারিককে ৷ তদন্ত প্রক্রিয়া ধীর গতিতে করা এবং কোনও অগ্রগতি আনতে না পারায় পৃথ্বীবেশ মিস্ত্রি নামে ওই পুলিশ আধিকারিককে ক্লোজ করেছে লালবাজার (Park Street Investigating Officer is Closed) ৷ তিনি সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, গার্ডেনরিচে যে অভিযুক্তর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তাঁর বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় বছর দেড়েক আগে একটি অভিযোগ দায়ের হয় । কিন্তু সেই ঘটনার তদন্তাকারী আধিকারিক পৃথ্বীবেশ মিস্ত্রি সময়মতো ব্যবস্থা নেননি বলে মনে করছে লালাবাজার । তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হল ।

প্রসঙ্গত, গত 10 সেপ্টেম্বর গার্ডেনরিচের শাহি আস্তাবল এলাকায় ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা 17.32 কোটি টাকা বাজেয়াপ্ত করে ৷ অভিযোগ অনলাইন গেমিং অ্যাপ তৈরি করে তার মাধ্যমে লোকজনের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল ৷ এই ঘটনায় অনেক আগেই পার্কস্ট্রিট থানায় এই ধরনের একটি অভিযোগ দায়ের হয়েছিল ৷ কিন্তু, সেই তদন্তের কোনও গতি ছিল না ৷ এমনকী তদন্ত শুরু হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷

এবার সেই ঘটনায় গাফিলতির অভিযোগে পার্কস্ট্রিট থানার সেই তদন্তকারী আধিকারিককে ক্লোজ করেছে লালবাজার ৷ ক্লোজ হওয়া সাব ইন্সপেক্টর পৃথ্বীবেশ মিস্ত্রি তদন্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনও তথ্যও জোগাড় করতে পারেননি বলে লালবাজার সূত্রে খবর ৷ এর পরেই ওই পুলিশ আধিকারিককে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: বাড়ি থেকে মিলেছিল 18 কোটি, গার্ডেনরিচের সেই ব্যবসায়ী আমির খানকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার

গত 10 সেপ্টেম্বর সকাল 9টা নাগাদ গার্ডেনরিচ, পার্কস্ট্রিট-সহ শহরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছিল ইডি ৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি অভিযান ৷ সেই ঘটনার পর থেকে অভিযুক্ত আমির খান পলাতক ছিলেন ৷ তার পর শনিবার তাঁকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে ৷

Last Updated :Sep 25, 2022, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.