ETV Bharat / city

Students Return From Ukraine : ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের প্র্যাকটিক্যালের সুযোগ রাজ্যে

author img

By

Published : May 11, 2022, 9:36 PM IST

ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের প্র্যাকটিক্যালের সুযোগ দিল রাজ্য ৷ আবেদন করলেই তাঁরা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা মেডিক্যাল কলেজ গুলিতে প্রাক্টিক্যাল ক্লাস করার সুযোগ পাবেন (Practical opportunities for Ukraine return medical students)। আগামী 7 দিনের মধ্যে ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের আবেদন করতে হবে ৷

Practical opportunities for Ukraine return medical students
Ukraine Return Students

কলকাতা, 11 মে : ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর । যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউক্রেন থেকে যুদ্ধের কারণে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন, তাঁরা এবার রাজ্যের মেডিক্যাল কলেজগুলোতে প্রাক্টিক্যাল ক্লাস করার সুযোগ পাবেন । এক্ষেত্রে তাদের রাজ্য স্বাস্থ্য দফতরের পোর্টালে একটি বিশেষ ইমেল আইডি দেওয়া হয়েছে, তার মাধ্যমে আবেদন করতে হবে । আর এই আবেদন করলেই তাঁরা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা মেডিক্যাল কলেজ গুলিতে প্রাক্টিক্যাল ক্লাস করার সুযোগ পাবেন । কিন্তু কোনভাবেই তাঁরা থিওরি ক্লাস বা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না একথাও স্পষ্টভাবে এদিন স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে (Practical opportunities for Ukraine return medical students)।

সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister Mamata Banerjee) সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন, ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের পাশে রয়েছে রাজ্য সরকার । এক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরের ছাত্র ছাত্রীরা যদি প্র্যাকটিক্যাল ক্লাস-এর জন্য সরকারের কাছে আবেদন করে সেক্ষেত্রে তাদের সাহায্য করবে রাজ্য । সেই মতো এদিনও স্বাস্থ্য দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ৷ আগামী 7 দিনের মধ্যে ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের আবেদন করতে বলা হয়েছে (Ukraine Return Students)।

আরও পড়ুন : Mamata on Ukraine Return Students : কথা রাখলেন মমতা, ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে দাঁড়াল রাজ্য

নির্দেশিকায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ইউক্রেন ফেরত এমবিবিএস এবং বিডিএস পড়ুয়ারা রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে হাতেকলমে ক্লাস করার সুযোগ পাবেন । তবে এর জন্য একটি ফর্ম পূরণ করে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দফতরে । আবেদনের পর সংখ্যা বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.