ETV Bharat / city

Mamata Banerjee on Lakshmir Bhandar: 1.5 কোটি মানুষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন: মমতা

author img

By

Published : May 5, 2022, 1:28 PM IST

Updated : May 5, 2022, 3:04 PM IST

1.5 কোটি মানুষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন (Mamata Banerjee at Netaji Indoor)৷ নেতাজি ইন্ডোরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Lakshmir Bhandar)৷

one-and-half-crore-people-getting-benefit-of-lakshmir-bhandar-scheme-says-mamata-banerjee-at-netaji-indoor
1.5 কোটি মানুষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন: মমতা

কলকাতা, 5 মে: লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন 1.5 কোটি মানুষ ৷ নেতাজি ইন্ডোরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বিতরণ করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Lakshmir Bhandar)৷ বিভিন্ন জেলা থেকে আসা মহিলাদের হাতে টাকা তুলে দেন তিনি (Mamata Banerjee at Netaji Indoor)৷

বর্তমান সরকার গঠনের বর্ষপূর্তিতে (1 Year of AITC Term 3) মমতা বলেন, "গত বছর আপনাদের আশীর্বাদে তৃতীয় বারের জন্য আমার শপথ নেওয়ার সুযোগ হয়েছিল ৷ আজকের দিনটি মা মাটি মানুষকে উৎসর্গ করতে চাই ৷ সমাজের মূল প্রাণ আমাদের মা-বোনেরা, তাঁরাই ঘরের লক্ষ্মী ৷"

আরও পড়ুন: Amit Shah's Bengal visit: সরকারের বর্ষপূর্তির দিনেই বঙ্গে শাহ, শাসক-বিরোধী কর্মসূচিতে সরগরম রাজনীতি

এ দিন যোগী আদিত্যনাথের সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, "এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা ৷ আমরা যা বলি তা করি ৷ অন্যেরা প্রতিশ্রুতি রাখে না ৷ উত্তরপ্রদেশে অভিযোগ জানাতে গেলে তার উপর আবার অত্যাচার করে ৷" এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, "ভাল যেমন রয়েছে, তেমন ভেজালও রয়েছে । এখনকার কয়েকটা চ্যানেল দর্শনধারীর বদলে ধর্ষণধারী হয়ে গিয়েছে । ধর্ষণ দেখালে তাদের টিআরপি বাড়ে । উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে তারা দেখাবে না । কারণ বিজেপি যদি কান মুলে দেয় । অন্য জায়গায় হলে দেখাবে না । কারণ যদি ইডি, সিবিআই পাঠিয়ে দেয় ! কিন্তু এখানে কিছু ঘটলে সত্যতা যাচাই না করে কুৎসা করতে বসে যায় ।"

তিনি স্পষ্ট ভাষায় বলেন, "কেউ যদি অন্যায় করে, কারও বিরুদ্ধে যদি প্রকৃত অভিযোগ থাকে, সরকার তাকে ছেড়ে কথা বলে না । আমাদের সময় তৃণমূলের লোকেদের গ্রেফতার করা হয়েছে । সরকার যে ভাল কাজ করছে তা মিডিয়া বলবে না ।" তাঁর কথায়, "ভুল করলেও শাস্তি হয় । যে দোষ করে তাঁরও শাস্তি হয়। যে চক্রান্ত করে তাঁরও শাস্তি হয় । আবার কেউ ভুয়ো ভিডিয়ো করে, ভুল তথ্য দেয়, আইন অনুযায়ী তাঁরও শাস্তি হতে পারে । এক বারও তো বলছেন না, মাধ্যমিক 12 লক্ষ, উচ্চমাধ্যমিক 10 লক্ষ পরীক্ষা দিয়েছে । এমন একটি ঘটনা দেখাতে পারবেন ? আগে তো ছেলেমেয়েদের আলাদা স্কুল ছিল । এখন ছেলেমেয়ে একসঙ্গেই পড়াশোনা করে ।"

আরও পড়ুন: Amit Shah's Bengal Visit : কলকাতায় নেমেই বাংলায় শাহী-টুইট, দু'দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসুচি

নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে ফের সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "সবাই একসঙ্গে থাকবেন । সব উৎসব করবেন । যাঁরা ঈদ করেন, তাঁরা দুর্গাপুজোয় শামিল হন না ? দুর্গাপুজোকে কোথায় নিয়ে গিয়েছি আমরা । পুজো কার্নিভ্য়াল । আজ ইউনেস্কো কালচালার হেরিটেজ ঘোষণা করেছে । ক্লাব, পুজো কমিটি, সাধারণ মানুষের অবদান রয়েছে । আর কারও নয় ।"

কলকাতা, 5 মে: লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন 1.5 কোটি মানুষ ৷ নেতাজি ইন্ডোরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বিতরণ করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Lakshmir Bhandar)৷ বিভিন্ন জেলা থেকে আসা মহিলাদের হাতে টাকা তুলে দেন তিনি (Mamata Banerjee at Netaji Indoor)৷

বর্তমান সরকার গঠনের বর্ষপূর্তিতে (1 Year of AITC Term 3) মমতা বলেন, "গত বছর আপনাদের আশীর্বাদে তৃতীয় বারের জন্য আমার শপথ নেওয়ার সুযোগ হয়েছিল ৷ আজকের দিনটি মা মাটি মানুষকে উৎসর্গ করতে চাই ৷ সমাজের মূল প্রাণ আমাদের মা-বোনেরা, তাঁরাই ঘরের লক্ষ্মী ৷"

আরও পড়ুন: Amit Shah's Bengal visit: সরকারের বর্ষপূর্তির দিনেই বঙ্গে শাহ, শাসক-বিরোধী কর্মসূচিতে সরগরম রাজনীতি

এ দিন যোগী আদিত্যনাথের সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, "এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা ৷ আমরা যা বলি তা করি ৷ অন্যেরা প্রতিশ্রুতি রাখে না ৷ উত্তরপ্রদেশে অভিযোগ জানাতে গেলে তার উপর আবার অত্যাচার করে ৷" এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, "ভাল যেমন রয়েছে, তেমন ভেজালও রয়েছে । এখনকার কয়েকটা চ্যানেল দর্শনধারীর বদলে ধর্ষণধারী হয়ে গিয়েছে । ধর্ষণ দেখালে তাদের টিআরপি বাড়ে । উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে তারা দেখাবে না । কারণ বিজেপি যদি কান মুলে দেয় । অন্য জায়গায় হলে দেখাবে না । কারণ যদি ইডি, সিবিআই পাঠিয়ে দেয় ! কিন্তু এখানে কিছু ঘটলে সত্যতা যাচাই না করে কুৎসা করতে বসে যায় ।"

তিনি স্পষ্ট ভাষায় বলেন, "কেউ যদি অন্যায় করে, কারও বিরুদ্ধে যদি প্রকৃত অভিযোগ থাকে, সরকার তাকে ছেড়ে কথা বলে না । আমাদের সময় তৃণমূলের লোকেদের গ্রেফতার করা হয়েছে । সরকার যে ভাল কাজ করছে তা মিডিয়া বলবে না ।" তাঁর কথায়, "ভুল করলেও শাস্তি হয় । যে দোষ করে তাঁরও শাস্তি হয়। যে চক্রান্ত করে তাঁরও শাস্তি হয় । আবার কেউ ভুয়ো ভিডিয়ো করে, ভুল তথ্য দেয়, আইন অনুযায়ী তাঁরও শাস্তি হতে পারে । এক বারও তো বলছেন না, মাধ্যমিক 12 লক্ষ, উচ্চমাধ্যমিক 10 লক্ষ পরীক্ষা দিয়েছে । এমন একটি ঘটনা দেখাতে পারবেন ? আগে তো ছেলেমেয়েদের আলাদা স্কুল ছিল । এখন ছেলেমেয়ে একসঙ্গেই পড়াশোনা করে ।"

আরও পড়ুন: Amit Shah's Bengal Visit : কলকাতায় নেমেই বাংলায় শাহী-টুইট, দু'দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসুচি

নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে ফের সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "সবাই একসঙ্গে থাকবেন । সব উৎসব করবেন । যাঁরা ঈদ করেন, তাঁরা দুর্গাপুজোয় শামিল হন না ? দুর্গাপুজোকে কোথায় নিয়ে গিয়েছি আমরা । পুজো কার্নিভ্য়াল । আজ ইউনেস্কো কালচালার হেরিটেজ ঘোষণা করেছে । ক্লাব, পুজো কমিটি, সাধারণ মানুষের অবদান রয়েছে । আর কারও নয় ।"

Last Updated : May 5, 2022, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.