ETV Bharat / city

মেডিকেল কলেজের ইঞ্জেকশন চুরিতে অভিযুক্ত মেডিকেল অফিসারকে বদলি

author img

By

Published : Jun 12, 2021, 3:37 PM IST

অভিযুক্ত মেডিকেল অফিসারকে কোচবিহারের শীতলকুচি ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে ।

officer-accused-of-stealing-injection-of-the-medical-college-was-transferred-by-health-department
officer-accused-of-stealing-injection-of-the-medical-college-was-transferred-by-health-department

কলকাতা, 12 জুন : কলকাতা মেডিকেল কলেজ (Kolkata Medical Collage) থেকে টসিলিজুম্যাব ইঞ্জেকশন (Tocilizumab Injection) চুরি হওয়ার ঘটনায় অভিযুক্ত মেডিকেল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর ৷ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত দেবাংশী সাহাকে বদলির নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্যভবন ।

আগেই 11 লাখ টাকা মূল্যের করোনা চিকিৎসায় ব্যবহৃত ওই জীবনদায়ী ওষুধ উধাও হওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্যভবন । এবার সেই নির্দেশ অনুসারেই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল ৷ অভিযুক্ত মেডিকেল অফিসারকে কোচবিহারের শীতলকুচি ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: টসিলিজুমাব উধাও কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ স্বাস্থ্য ভবনের

আরও জানা গিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত সিস্টার ইনচার্জ ও সিসিইউ ইনচার্জের বিরুদ্ধেও বিভাগীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.