ETV Bharat / city

nobel laureate abhijit : দেশের অর্থনীতি ভাল না হলে বাংলার একার উন্নতি কঠিন, মত নোবেলজয়ী অভিজিতের

author img

By

Published : Aug 5, 2021, 6:01 PM IST

Updated : Aug 5, 2021, 11:08 PM IST

nobel laureate economist abhijit vinayak banerjee comment on indian economy in covid situation
দেশের অর্থনীতি না ভালো হলে বাংলার পক্ষে একা চলা কঠিন, মত নোবেলজয়ী অভিজিতের

করোনাকালে লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি ৷ পশ্চিমবঙ্গের অবস্থা ভাল নয় ৷ কীভাবে ঘুরে দাঁড়াবে বঙ্গ ? উত্তর দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 5 অগস্ট : করোনা (Covid-19) সামলাতে বারবার লকডাউনের পথে হাঁটতে হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারকে ৷ তার জেরে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি ৷ এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে আমজনতা ? বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের মুখোমুখি হতে হল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে (Abhijit Vinayak Banerjee) ৷

উত্তরে তিনি জানালেন, দেশের অর্থনীতি (Economy) যতক্ষণ না ঘুরে দাঁড়াচ্ছে, ততক্ষণ পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার গতি শ্লথ থাকবে ৷ কেন তিনি এমন উত্তর দিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের অর্থনীতি পরিযায়ী শ্রমিক (Migrant Labour) নির্ভর ৷ কারণ, এখান থেকে অনেক মানুষ বাইরের রাজ্যে কাজ করতে চান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

তাই তাঁর মতে, দেশের অন্যান্য রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির বদল না ঘটলে এবং সামগ্রিক ভাবে ভারতের অর্থনীতি ঘুরে না দাঁড়ালে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা ভাল হবে না ৷

নবান্নে সাংবাদিক বৈঠকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷

করোনা মোকাবিলায় শুরুতেই একটি গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি (Global Advisory Committee) গড়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ এদিন সেই কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে ওই কমিটির প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ (nobel laureate economist) অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন : Corona Vaccine : অশোকনগরে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ

পরে মুখ্যমন্ত্রী ও অন্যান্যদের সঙ্গে তিনি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই অর্থনীতি নিয়ে এই মন্তব্য করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, করোনা পরিস্থিতির জেরে দেশের অর্থনীতি ধীর গতিতে চলছে ৷ আইএমএফ এর আগে সাড়ে 12 শতাংশ জিডিপি (GDP) বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ৷ এখন তারা বলছে যে জিডিপি বৃদ্ধি হতে পারে 9 শতাংশ ৷ কিন্তু তাঁর ধারণা, এই হার 6 থেকে 7 শতাংশের মধ্যে থাকবে ৷ আর সেই কারণেই তিনি জানিয়েছেন, দেশের অর্থনীতি না ভাল হলে পশ্চিমবঙ্গের পক্ষে একা চলা খুব কঠিন ৷

উল্লেখ্য, করোনাকালে বহু মানুষ কাজ হারিয়েছেন ৷ ভিনরাজ্য থেকে অনেক পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন ৷ কিন্তু তাঁদের এই রাজ্যে কাজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ একই সঙ্গে তিনি এদিন কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন বণ্টন নীতি নিয়ে প্রশ্ন তোলেন ৷ গুজরাত, উত্তরপ্রদেশ, কর্নাটক, রাজস্থানের মতো বেশ কিছু রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায় বেশি ভ্যাকসিন (Covid Vaccine) পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

তবে মমতা জানান, অন্য রাজ্য বেশি ভ্যাকসিন পেলে তাঁর আপত্তি নেই ৷ কিন্তু জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গকেও ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে দেওয়া উচিত ৷ কেন্দ্র ভ্যাকসিন কম দিচ্ছে বলেই রাজ্যের টিকাকরণ (Covid Vaccination) কেন্দ্রগুলিতে বেশি ভিড় হচ্ছে বলে মমতার দাবি ৷

কেন্দ্রের ভ্যাকসিন নীতির সমালোচনা করেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও ৷ তাঁর বক্তব্য, হয়তো কেন্দ্রের কাছে প্রয়োজনীয় ভ্যাকসিন নেই ৷ তাই এই পরিস্থিতি ৷ সঠিকভাবে ভ্যাকসিন সরবরাহ করতে হবে বলে তিনি কেন্দ্রকে পরামর্শ দিয়েছেন সাংবাদিক বৈঠক থেকেই ৷

Last Updated :Aug 5, 2021, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.