ETV Bharat / city

নোবেলজয়ীকে D.Litt দেওয়ার বিষয়ে আলোচনায় নিমরাজি কলকাতা বিশ্ববিদ্য়ালয়

author img

By

Published : Jan 14, 2020, 7:53 PM IST

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাফ বক্তব্য, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী । তাই তাঁকে D.Litt দেওয়ার বিষয়ে এবং তিনি যেহেতু 28 জানুয়ারি সময় দিয়েছেন তাই সমাবর্তনের দিন নিয়েও দ্বিতীয়বার আলোচনার কোনও অবকাশ নেই ।

no need to discussion on giving D. Litt to Abhijit Banerjee CU informed Governor
ফাইল ছবি

কলকাতা, 14 জানুয়ারি: কলকাতা বিশ্ববিদ্যালয়কে সমাবর্তন সংক্রান্ত ফাইল গতকালই ফেরত পাঠিয়ে ছিলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় । পাশাপাশি, সমাবর্তন নিয়ে একাধিক সিদ্ধান্তের ব্যাখ্যাও চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে ৷

ফাইল ফেরত পাওয়ার পরই রাজ্যপালের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, আজ রাজ্যপালের করা প্রশ্নগুলির ব্যাখ্যা দিয়ে নতুন বিধি মেনে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই চিঠি দপ্তর থেকে পাঠানো হবে রাজ্যপালের কাছে । জানা গেছে, নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়ার বিষয়ে এবং সমাবর্তনের তারিখ নির্ধারণ নিয়ে রাজ্যপাল কয়েকটি প্রশ্ন করেছিলেন ৷

প্রশ্নগুলির উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী । তাই তাঁকে D.Litt দেওয়ার বিষয়ে এবং তিনি যেহেতু 28 জানুয়ারি সময় দিয়েছেন তাই সমাবর্তনের দিন নিয়েও দ্বিতীয়বার আলোচনার কোনও অবকাশ নেই ।

Intro:কলকাতা, ১৪ জানুয়ারি: গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়কে সমাবর্তন সংক্রান্ত ফাইল ফেরত পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। ফাইল ফেরত পাঠানোর পাশাপাশি, সমাবর্তন নিয়ে একাধিক সিদ্ধান্তের ব্যাখ্যাও চান কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। গতকাল ফাইল ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যপালকে তাঁর করা প্রশ্নগুলির ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তুত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, আজ রাজ্যপালের করা প্রশ্নগুলির ব্যাখ্যা দিয়ে নতুন বিধি মেনে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই চিঠি দপ্তর থেকে পাঠানো হবে রাজ্যপালের কাছে। জানা গেছে, নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়ার বিষয়ে ও সমাবর্তনের তারিখ নির্ধারন নিয়ে রাজ্যপাল যে প্রশ্ন করেছিলেন তার উত্তরে কলকাতা বিশ্ববিদ্যালয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী। তাই তাঁকে D.Litt দেওয়ার বিষয়ে এবং তিনি যেহেতু ২৮ জানুয়ারি সময় দিয়েছেন তাই সমাবর্তনের দিন নিয়েও দ্বিতীয়বার আলোচনার কোনও অবকাশ নেই।Body:QConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.