ETV Bharat / city

শহরে হর্ষবর্ধন, পূর্ব ভারতে কোভ্যাকসিনের নোডাল সেন্টার নাইসেড

author img

By

Published : Feb 7, 2021, 9:39 AM IST

niced_will_operate_as_nodal_center_regarding_vaccination_of_covaxin
পূর্ব ভারতে কোভ্যাকসিনের নোডাল সেন্টার কলকাতার NICED

পঞ্চাশোর্ধ্বদের কোভ্যাকসিন দেওয়ার জন্য পূর্ব ভারতের নোডাল সেন্টার করা হচ্ছে কলকাতার নাইসেডকে। শনিবার শহরে এসে নাইসেডে বিভিন্ন কাজকর্ম ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

কলকাতা, 7 ফেব্রুয়ারি: COVID-19-এর একটি টিকা কোভ্যাকসিনের তৃতীয দফার ট্রায়াল হয়েছে কলকাতার NICED (ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজ়িজ়েস)-এ। এ বার পঞ্চাশোর্ধ্ব বয়সিদের কোভ্যাকসিন দেওয়ার জন্য পূর্ব ভারতের নোডাল সেন্টার করা হচ্ছে কলকাতার কেন্দ্রীয় সরকারি এই প্রতিষ্ঠানকে। যদিও, ইতিমধ্যেই এ রাজ্যে যে কোভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে, তার উপর নজরদারি রাখার কাজও শুরু করেছে NICED।

শনিবার রাজ্য বিজেপির ডক্টরস সেল আয়োজিত একটি আলোচনাচক্রে অংশগ্রহণ করতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সন্ধেয় বেলেঘাটার NICED-এ যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি কোবাস মেশিন-সহ এই প্রতিষ্ঠানের কাজকর্ম ঘুরে দেখেন। গত জুলাই মাসে কলকাতার NICED-এর পাশাপাশি মুম্বই এবং নয়ডায় অন্য দুটি সেন্টারে এই কোবাস মেশিন চালু করা হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি COVID-19 টেস্টের জন্য দেশের এই তিনটি সেন্টারে অত্যাধুনিক মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। NICED-এ শনিবার এই মেশিন পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে COVID-19-এর টিকাকরণ। আপৎকালীন এই পরিস্থিতিতে COVID-19-এর দুটি টিকা কোভিশিল্ড এবং কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ রাজ্যে গত ১৬ জানুয়ারি থেকে কোভিশিল্ড দেওয়া হচ্ছে। এর পরে গত ৩ ফেব্রুয়ারি থেকে এ রাজ্যে কোভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। NICED সূত্রে খবর, রাজ্যে যে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে, ইতিমধ্যেই তার উপর নজরদারি রাখার কাজ শুরু করেছে NICED। কলকাতার কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানে কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালও ইতিমধ্যেই হয়েছে।

আরও পড়ুন: প্রথম দিনে 45 জন নিলেন কোভ্যাকসিন, আগামী সপ্তাহে দেওয়া হবে রাজ্যজুড়ে

প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে COVID-19 টিকা। সম্প্রতি পুলিশ-সহ COVID-19-এর অন্যান্য ফ্রন্টলাইন ওয়ার্কারদেরও রাজ্যে COVID-19 টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এর পরে পঞ্চাশোর্ধ্ব বয়সিদের COVID-19-এর টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। NICED সূত্রে খবর, পূর্ব ভারতে পঞ্চাশোর্ধ্ব বয়সিদের কোভ্যাকসিন দেওয়ার জন্য নোডাল সেন্টার হিসেবে কাজ করবে কেন্দ্রীয় সরকারি এই প্রতিষ্ঠান। পূর্ব ভারতে পঞ্চাশোর্ধ্ব বয়সিদের মধ্যে যাঁদের কোভ্যাকসিন দেওয়া হবে, তাঁদের পর্যবেক্ষণে রাখার বিষয়টিও রয়েছে। পাশাপাশি রয়েছে এই ভ্যাকসিনের কার্যকারিতা সংক্রান্ত সমীক্ষা ও গবেষণার বিষয়টিও। পূর্ব ভারতে কোভ্যাকসিনের-এর সব বিষয় পরিচালনা করবে NICED। সূত্রের খবর, এই বিষয়টির কারণেও শনিবার কেন্দ্রীয় সরকারি এই প্রতিষ্ঠানে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.