ETV Bharat / city

Droupadi Murmu: রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে আজ রাজ্যে আসছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু

author img

By

Published : Jul 11, 2022, 10:46 AM IST

nda-presidential-candidate-droupadi-murmu-is-coming-to-west-bengal-for-campaign
nda-presidential-candidate-droupadi-murmu-is-coming-to-west-bengal-for-campaign

আজ রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে রাজ্যে আসছেন এনডি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA Presidential Candidate Droupadi Murmu is Coming to West Bengal for Campaign) ৷ মঙ্গলবার থেকে তিনি প্রচার কর্মসূচিতে যোগ দেবেন ৷ দিনভর কলকাতায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷

কলকাতা, 11 জুলাই: দোরগোড়ায় রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ তার আগে সব রাজ্যে গিয়ে নিজেদের হয়ে সমর্থন চাইছেন রাষ্ট্রপতি পদপ্রার্থীরা ৷ এ বার এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু রাজ্যে আসছেন (NDA Presidential Candidate Droupadi Murmu is Coming to West Bengal for Campaign) ৷ এ রাজ্যের সব রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের (বিধায়ক এবং সাংসদ) কাছে সমর্থন চাইবেন তিনি ৷ আজ সন্ধে 7টার সময় কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি ৷

প্রসঙ্গত, গত 8 জুলাই দ্রৌপদী মুর্মুর এ রাজ্যে প্রচারে আসার কথা ছিল ৷ কিন্তু, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার ঘটনায় ভারতে জাতীয় শোক ঘোষণা করা হয় ৷ তাই বিজেপির তরফে দ্রৌপদী মুর্মুর প্রচার কর্মসূচি পিছিয়ে দেওয়া হয় ৷ জানানো হয়, আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে রাজ্যে আসছেন তিনি ৷

বঙ্গ বিজেপি সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আজ সন্ধে 7টার সময় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী ৷ তবে, আজকে তাঁর কোনও কর্মসূচি নেই ৷ আগামিকাল থেকে তাঁর প্রচার পর্ব শুরু হবে ৷ সকাল সাড়ে 8টার সময় তিনি স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে তাঁর বাড়িতে যাবেন ৷ এর পর ইএম বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে সকাল দশটা থেকে একাধিক ব্যক্তির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: BJP Campaign for Droupadi Murmu: দ্রৌপদী মুর্মুর সমর্থনে তৃণমূল সাংসদদের চিঠি, ‘জয় নিশ্চিত’ উল্লেখ রাজ্য বিজেপি'র

রাজ্যে এসে দ্রৌপদী মুর্মু কী বলেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিকমহল ৷ কারণ, বিরোধী জোটের প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার প্রতি তৃণমূল শিবিরের সমর্থন থাকবে ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার দিন এনডিএ প্রার্থীকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ৷ ফলে, দ্রৌপদী মুর্মুর সফরের পর সমীকরণ কী দাঁড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের ৷ সূত্রের খবর, বিজেপি বিধায়কদের পূর্ণাঙ্গ সমর্থন যাতে দ্রৌপদী মুর্মুর দিকেই থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷

আরও পড়ুন: Sitaram on Presidential Election 2022: রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে কেন মমতার ভোলবদল ? প্রশ্ন তুললেন সীতারাম ইয়েচুরি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.