ETV Bharat / city

Beldanga IC Changed : অশান্তির জের, বেলডাঙা থানার আইসি বদল

author img

By

Published : Jun 12, 2022, 12:25 PM IST

Updated : Jun 12, 2022, 1:27 PM IST

পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায় ৷ সেখানে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে (Chaos in Beldanga) । সতর্কতা হিসেবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷

murshidabad beldanga news
বেলডাঙা থানার আইসি বদল

কলকাতা, 12 জুন : বদলি করা হল বেলডাঙা থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়কে (Beldanga IC Changed) ৷ পয়গম্বরকে নিয়ে সাসপেন্ডেট বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায় ৷ সেখানে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে ৷ এই ঘটনার প্রেক্ষিতেই বেলডাঙা থানার আইসিকে নবান্ন বদলির নির্দেশ দিল বলে মনে করা হচ্ছে ৷ তাঁর জায়গায় আনা হল জামালউদ্দিন মণ্ডলকে ।

এতদিন রাজারহাট থানার আইসি হিসেবে কর্তব্যরত ছিলেন জামালউদ্দিন মণ্ডল । শনিবার অশান্তির জেরে মুর্শিদাবাদের বেলডাঙার 1 ও 2 নম্বর ব্লকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট । দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । চলছে পুলিশি টহলদারি । শনিবার অশান্তি ছড়িয়েছিল রেজিনগর থানা এলাকাতেও ৷ বিক্ষোভ খণ্ডযুদ্ধের আকার নিয়েছিল ৷ অশান্তি রুখতে রেজিনগর ও শক্তিপুর থানা এলাকাতেও মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ।

আরও পড়ুন : ইসলাম বলেনি মানুষকে কষ্ট দিয়ে হিংসাত্মক আন্দোলন করতে, কড়া বার্তা আব্বাস সিদ্দিকির

ইতিমধ্যেই রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক করা হয়েছে প্রত্যেক জেলার পুলিশকে ৷

Last Updated : Jun 12, 2022, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.